Hooghly News: একদিনে ছটি বাড়িতে চুরি! চোরের উপদ্রবে আতঙ্কিত উত্তরপাড়া

Last Updated:

উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে পর পর চুরির ঘটনা শেষ কিছু মাসে ১৭টি চুরি হয়েছে উত্তরপাড়ায়। উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেই একইসঙ্গে উত্তরপাড়ার ছ'টি বাড়িতে চুরি হয়।

+
title=

#হুগলি : উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে পর পর চুরির ঘটনা শেষ কিছু মাসে ১৭টি চুরি হয়েছে উত্তরপাড়ায়। উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেই একইসঙ্গে উত্তরপাড়ার ছ'টি বাড়িতে চুরি হয়। চোরের উপদ্রব থেকে উত্তরপাড়া কে রক্ষা করতে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি উত্তরপাড়া থানায় এসে দীর্ঘক্ষন থনার আই সি পার্থ শিকদার ও পুলিশ কর্মিদের সঙ্গে বৈঠক করেন। ছিলেন ডিসিপি শ্রীরামপুর অরবিন্দ আনন্দও। চোর ধরতে কি করনীয়, চুরি ঠেকাতেই বা কি করতে হবে তার নির্দেশ দেন সিপি।
পরে থানা থেকে বেরোনোর সময় সিপি বলেন, উত্তর পাড়াতে কি ব্যবস্থা আছে সেটা দেখছি আমি। কেন এতো চুরি হচ্ছে? ছয় টা চুরির অভিযোগ আমার কাছে এসেছে। তার মধ্যে দুটি চুরি কিনারা করা গেছে।লোককে ধরা হয়েছে, তার থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে। গ্যাং টাকে এখনও ধরা যায় নি। কেন চুরি হচ্ছে এরা কোথা থেকে আসছে তার তদন্ত চলছে।এলাকাতে আরও বেশি নজরদারি চালানো হবে।
advertisement
আরও পড়ুনঃ হুগলিতে কারা হলেন সেরার সেরা? জানুন
আই সি কে জানানো হয়েছে প্রতিটা পাড়াতে যোগাযোগ রাখার জন্য। কোথাও যদি কেউ না থাকে বা যদি কেউ বাড়ি বন্ধ রেখে বাইরে যায় সেখানে বেশি করে টহল হবে। যে যে বাড়িতে চুরি হয়েছে তাদের বাড়ির সদস্যরা কি জানিয়েছেন! উত্তরপাড়ার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডঃ শান্তনু বর্মন পুজোর ছুটিতে পরিবার নিয়ে মধ্যপ্রদেশ বেড়াতে গিয়েছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সেজে উঠবে চন্দননগর, জগদ্ধাত্রী পূজার আগে নিরাপত্তা খতিয়ে দেখল পুলিশ
মঙ্গলবার বাড়ি ফিরে দেখেন বাড়ির রান্নাঘরের গ্রিল কেটে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে,দরজা ভেঙে লুঠ করে নিয়ে গেছে চোর, উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছেন শান্তনু বাবু। ঠিক একই ভাবে পাশের ওয়ার্ডে গৃহ শিক্ষিকের বাড়িতে কেউ না থাকার সুযোগে সি সি ক্যামেরা ইউনিট খুলে চুরির ঘটনা ঘটে।
advertisement
Rahi Haldar
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: একদিনে ছটি বাড়িতে চুরি! চোরের উপদ্রবে আতঙ্কিত উত্তরপাড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement