Hooghly News: সেজে উঠবে চন্দননগর, জগদ্ধাত্রী পূজার আগে নিরাপত্তা খতিয়ে দেখল পুলিশ

Last Updated:

একদিকে যখন দেবী দুর্গা মর্তলোক ছেড়ে যাওয়া তে বিষাদের ছায়া বাঙালির মনে ঠিক তখনই অন্যদিকে হুগলির চন্দননগর সেজে উঠছে উৎসবের আলোয়। কারণ দুর্গাপুজোর ঠিক এক মাসের মাথায় দুর্গার আর এক রূপ দেবী জগদ্ধাত্রীর আরাধনায় মেতে উঠবে চন্দননগরের স্থানীয় বাসিন্দারা

+
title=

#হুগলি : একদিকে যখন দেবী দুর্গা মর্তলোক ছেড়ে যাওয়া তে বিষাদের ছায়া বাঙালির মনে ঠিক তখনই অন্যদিকে হুগলির চন্দননগর সেজে উঠছে উৎসবের আলোয়। কারণ দুর্গাপুজোর ঠিক এক মাসের মাথায় দুর্গার আর এক রূপ দেবী জগদ্ধাত্রীর আরাধনায় মেতে উঠবে চন্দননগরের স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বেশ কয়েকটি বারোয়ারী পুজো কমিটি তাদের কাঠামো পুজো সেরে ফেলেছেন। চন্দননগর মানেই আলোর রোসনায় আর জগদ্ধাত্রী পুজো। মঙ্গলবার চন্দননগর কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি, ডিসি হেডকোয়ার্টার নিধি রানী,ডিসি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশ, আইসি চন্দননগর শুভেন্দু বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকরা।
গত বছর চন্দননগর ভদ্রেশ্বর মিলিয়ে কেন্দ্রীয় কমিটির অধীনে প্রায় ১৭২ টি পুজো হয়েছিল। পুলিশ কমিশনার জানান, চন্দননগর ভদ্রেশ্বর রিষড়ায় জগদ্ধাত্রী পুজোর ধুমধাম করে হয়। তাই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিরাপত্তার কোন খামতি রাখতে চাইছে না পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি করা তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় বসানো হবে ওয়াচ টাওয়ার, থাকবে পুলিশের সহায়তা কেন্দ্র।
advertisement
advertisement
 
পুজো উদ্যোক্তা দর্শনার্থীদের যাতে কোন অসুবিধার মধ্যে পড়তে না হয় সেজন্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গত দুবছর করোনার কারণে বন্ধ ছিল জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। তাই বছর করোনা অতিমারি অনেকটাই কমেছে। এ বছর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হবে।
advertisement
 
 
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সেজে উঠবে চন্দননগর, জগদ্ধাত্রী পূজার আগে নিরাপত্তা খতিয়ে দেখল পুলিশ
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement