হুগলি: জেলার গঙ্গার পশ্চিমপাড়ে ঐতিহাসিক শহর শ্রীরামপুর।এই শহরে রয়েছে কয়েকশো বছরের একাধিক প্রাচীন স্থাপত্য।সরকারি উদ্যোগে এর মধ্যে বেশিরভাগই রক্ষনাবেক্ষণ করা হয়েছে। এবার এই প্রাচীন স্থাপত্যগুলো পর্যটকদের কাছে সহজেই পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন৷ সোমবার ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকীর সকালে শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিক ও পৌরসভার পৌরপ্রধানসহ বিশিষ্ট জনেরা সাইকেল চালিয়ে ওই সব ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেন। মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী জানান, প্রাচীন স্থাপত্যগুলো পর্যটকদের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ৷এবার থেকে প্রতি রবিবার ট্যুরিস্টরা সাইকেলে করে ঘুরে দেখতে পারবেন প্রাচীন স্থাপত্যগুলো৷ এর জন্য সরকারিভাবে সাইকেল কেনা হচ্ছে। অনলাইনে সাইকেল ভাড়া নেওয়া যাবে৷ পাশাপাশি পর্যটকদের কাছে স্থাপত্যগুলোর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে গাইডদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পর্যটকরা যে সব স্থাপত্যগুলো দেখতে পারবেন,সেগুলো হল শ্রীরামপুর কলেজ, ডেনিস টাভার্ন, ওলাভ চার্চ, উইলিয়াম কেরি মিউজিয়াম, ডেনিস গভর্নর হাউস, মিশনারি ডেনিস কবরস্থান, শ্রীরামপুর রাজবাড়ী, ইন্ডিয়া জুটমিল সহ একাধিক হেরিটেজ বিল্ডিং। শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গীরিধারি সাহা বলেন, আমাদের প্রাণের প্রিয় শহর শ্রীরামপুর জনসমক্ষে তুলে দেওয়ার জন্য এই অভিনব পদক্ষেপ। এই পদক্ষেপের মাধ্যমে শ্রীরামপুরের প্রতি মানুষের যে আগ্রহ তারও বৃদ্ধি পাবে। মানুষজন সাইকেলে করে শ্রীরামপুর শহর পরিদর্শন করবে শ্রীরামপুরের যে স্থাপত্য রয়েছে তা পর্যটকদের কাছে আরওবেশি করে উন্মোচিত করার সুযোগ করে দেওয়া হলো এই ট্যুরের মাধ্যমে। তিনি আরওবলেন, আগামী দিনে শ্রীরামপুর পৌরসভা চিন্তাভাবনা করছে যে শ্রীরামপুরকে নিয়ে একটি বই প্রকাশ করার যার মধ্যে থাকবে গোটা শ্রীরামপুরের ইতিহাস।