TRENDING:

Hooghly News: দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে সরকারি পাঠাগার

Last Updated:

দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে সরকারি পাঠাগারের দরজা, খোলার ব্যাপারে উদ্যোগ নেই প্রশাসনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: গোঘাট-২ ব্লকের হাজিপুরে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে সরকারি পাঠাগার। এক সময় গ্রামের বহু মানুষ নিয়মিত এই পাঠাগারে আসতেন। কিন্তু ধীরে ধীরে মান পড়তে থাকায় তাঁরা আসা বন্ধ করে দেন। এই নিয়ে চরম ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের অভিযোগ, পাঠাগারের হাল ফেরানোর বিষয়ে বারবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও অবস্থার পরিবর্তন না হওয়ায় ক্ষুদ্ধ স্থানীয়রা। পাঠাগারের সেই বেহাল ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
advertisement

আরও পড়ুন: হাতির হানা থেকে ফসল বাঁচাতে গণপতি বাপ্পার শরণাপন্ন

এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য, সরকারিভাবে গ্রামের মধ্যে তৈরি হয়েছিল পাঠাগার। কিন্তু বছরভর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। যার জেরে পাঠাগারে থাকা বইপত্র থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম নষ্ট হতে বসেছে। এরফলে বহু মানুষ চরম সমস্যার মধ্যে পড়ছেন। প্রবীণ থেকে নবীন সকলের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে পঞ্চায়েত থেকে ব্লক অফিসে যোগাযোগ করা হলেও কোন কর্ণপাত করেনি। তাঁরা সকলেই চাইছেন দ্রুত পাঠাগারটি চালু করা হোক।

advertisement

View More

পাঠাগারের দায়িত্বে থাকা রণজিৎ ঘোষ বলেন, বাম আমলে তৈরি হয়েছিল পাঠাগারটি। তৎকালীন সময়ে মানুষ ভাল পরিষেবা পেয়েছে। কিন্তু তৃণমূল সরকার আসার পর থেকেই পরিষেবার মান তলানিতে গিয়ে পৌঁছেছে। এর জন্য তিনি পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের অসহযোগী মনোভাবকে দায়ী করেন। অন্যদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি জানান, পাঠাগার বন্ধের বিষয়ে তিনি ওয়াকিবহাল। পাঠাগারটি নতুন করে চালু করার আশ্বাস‌ দেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে সরকারি পাঠাগার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল