শান্তনুর বিলাসবহুল বাড়ি ও রিসর্টের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। শুরু হয়েছে তল্লাশি প্রক্রিয়া। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড় এবং ব্যান্ডেল চার্চের কাছেও কিছু জায়গায় হানা চালিয়েছে ইডি। এই জায়গাগুলির সঙ্গেও হুগলির বলাগড়ের বাসিন্দা শান্তনুর যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর।
advertisement
আরও পড়ুনঃ লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! ৩ বছর নয়, জুলাই থেকেই ৪ বছরের স্নাতকের ডিগ্রি রাজ্যে
আগে স্কুলের নিয়োগ দুর্নীতি কাণ্ড প্রকাশ্যে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক বার হানা চালিয়েছে ইডি। গ্রেফতারও করা হয়েছে একাধিক অভিযুক্তকে। তবে সম্প্রতি ইডির নজরে হুগলি তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু এবং কুন্তল ঘোষ। দু’জনেই ইডির হাতে ধৃত। দু’জনের বিরুদ্ধেই নিয়োগের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগও রয়েছে। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগও উঠে এসেছে। দুই যুবনেতারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
শুক্রবার শান্তনুর পাশাপাশি তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থার সঙ্গে সম্পর্কিত অন্তত ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ‘ফ্রিজ়’ করা হয়েছে। ইডি সূত্রের খবর, নজরে থাকা অ্যাকাউন্টগুলিতে সব মিলিয়ে ১ কোটি টাকারও বেশি গচ্ছিত রয়েছে। সেই টাকা কোথা থেকে এল, কোথায় গেল, কবে গেল, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
রাহী হালদার