আরও পড়ুন: পুরুলিয়ার চার শিক্ষক পেলেন শিক্ষারত্ন, দেখুন তাঁদের প্রতিক্রিয়া
স্থানীয় সূত্রে খবর, ন’পাড়ার ওই এলাকাটি কানাইপুর পঞ্চায়েতের একদম শেষে অবস্থিত। তারপর থেকেই শুরু হচ্ছে বামনারী পঞ্চায়েত। পার্শ্ববর্তী পঞ্চায়েতে যাওয়ার জন্য মানুষজন ওই রাস্তাটি ব্যবহার করেন। কিন্তু বর্ষার সময় রাস্তা কার্যত বিপদের ফাঁদ তৈরি করেছে। কাঁচা মাটির রাস্তার জন্য চটি পড়ে হাঁটতে ভয় হয়, এই বুঝি স্লিপ কেটে আছাড় খেতে হবে। তাই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হলে চটি খুলে খালি পায়ে হাঁটতে হয়।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের কাছে এই বিষয়ে বারবার জানানো হয়েছে। এর জন্য প্রশাসনের তরফ থেকে এতোদিন শুধুই আশ্বাস পাওয়া গিয়েছে। কবে এই সমস্যারি সমাধান হবে তার দিকেই তাকিয়ে বসে আছে এলাকার মানুষ। এই বিষয়ে কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ বলেন, কানাইপুর পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন হয়েছে। এলাকার সমস্ত উন্নয়নের জন্য তাঁরা সর্বদা প্রস্তুত। বিষয়টি তাঁদের নজরে এসেছে। খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এদিকে বিজেপির দাবি, পঞ্চায়েত ভোট আগে করার কথা ছিল, কিন্তু কাজ হয়নি। কতদিনে সমস্যার সমাধান হবে জানা নেই। বিজেপি রাস্তায় দাঁড়িয়ে এর বিরুদ্ধে লড়বে বলে জানান তাঁরা।
রাহী হালদার