আরও পড়ুন: রাত হলেই চলে যাচ্ছে বিদ্যুৎ, ক্ষোভে ফুঁসছে হ্যামিলটনগঞ্জ
শুক্রবার রাস্তায় বাস থেকে শুরু করে অটো প্রায় কোনও গণপরিবহণ’ই না থাকায় মানুষজনকে কেমন দুর্ভোগের মুখে পড়তে হল তার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। হুগলির আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় তিন দিন আগে থেকে উধাও হয়ে গিয়েছে যাত্রীবাহী বাস। ফলে চরম সঙ্কটে পড়েছেন যাত্রীরা। যা শুক্রবার ব্যাপক আকার ধারণ করে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী প্রায় কেউই এদিন সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেননি। এমনকি বেশিরভাগ এলাকায় অটো’ও এদিন পথে নামেনি। কারণ অটোচালকরা দলবেঁধে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন। এরফলে অনেকেই জরুরি কাজে সময় পৌঁছনোর জন্য মোটা টাকা খরচ করে প্রাইভেট গাড়ি ভাড়া করেন। যাও দু-একটা বাস পাওয়া গিয়েছে তাতেও ছিল বাদুড়ঝোলা ভিড়। লোকাল ট্রেনেও ঠাঁই নাই অবস্থা।
advertisement
এদিন বহু জায়গায় দেখা গিয়েছে হাতে সময় নিয়ে বেরিয়েও স্কুলে পৌঁছতে পারেনি ছাত্র-ছাত্রীরা। ফলে বাধ্য হয়ে অনেকেই বাড়ি ফিরে যায়। ভুক্তভোগীদের প্রশ্ন, শুক্রবার সমাবেশ থাকলেও তিন দিন আগে থেকে কেন গাড়ি তুলে নেওয়া হল? কেন অতিরিক্ত সরকারি বাস চালিয়ে প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল না তা নিয়েও প্রশ্ন উঠছে।
শুভজিৎ ঘোষ