TRENDING:

Hooghly: বিশাল সুখবর! হিন্দমোটরেই তৈরি হবে অত্যাধুনিক রেলের নতুন কোচ

Last Updated:

সমস্ত জল্পনার অবসান। আবারো রাজ্যে শিল্পের অগ্রগতি টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির প্রশস্থ হলো হুগলির হিন্দমোটরে। এবার থেকে ভারতীয় ব্রডগেজ রেলের কোচ ও মেট্রো রেলের কোচ তৈরি হবে হিন্দমটরেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি : সমস্ত জল্পনার অবসান। আবারো রাজ্যে শিল্পের অগ্রগতি টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির প্রশস্থ হলো হুগলির হিন্দমোটরে। এবার থেকে ভারতীয় ব্রডগেজ রেলের কোচ ও মেট্রো রেলের কোচ তৈরি হবে হিন্দমটরেই। আগামী ২৭ তারিখ এরই উদ্বোধন করতে হুগলিতে আসছেন স্বয়ং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এই দিন এখান থেকে ভার্চুয়ালি পলতায় হেলিকপ্টার তৈরির ফ্যাক্টরিও উদ্বোধন করবেন তিনি। ২৭ তারিখ মুখ্যমন্ত্রী আগমনের প্রাক্কালে সুরক্ষার বজ্র আঁটুনিতে মুড়ে ফেলতে তৎপর জেলা প্রশাসন সরকারি আধিকারিক সহ সকলেই। শুক্রবার সর জমিনে জায়গা পরিদর্শন করতে আসেন চন্দন নগর পুলিশের সিপি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement

পুলিশ ও প্রশাসনের মধ্যে এই দিন টিটাগর ওয়াগন ফ্যাক্টরি সভাকক্ষে একটি আলোচনাও হয়। কোন পথ দিয়ে মুখ্যমন্ত্রী আসবেন কিভাবে সুরক্ষার বলয় তৈরি হবে সেই সব নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। সূত্র মারফত খবর, ২৭ তারিখের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের নাম জাদা শিল্পপতিরা।

আরও পড়ুনঃ জমিজটে বিদ্যুৎ নেই! মোমবাতির আলোই ভরসা ওদের রাতের অন্ধকার দূর করতে

advertisement

ওয়াকিবহল মহল মনে করছেন এই দিন মুখ্যমন্ত্রীর হিন্দমোটর কারখানায় নতুন শিল্পের লগ্ধিকরণের কথাও হবে। রাজ্যে কিভাবে আরো শিল্পোন্নতি ঘটানো যায় তা নিয়েও আলোচনা হবে ওই দিন। উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব এই বিষয়ে জানান, এটি একটি খুব গর্বের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরপাড়া শহরে আসছেন।

View More

আরও পড়ুনঃ ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ পান্ডুয়ার গ্রামবাসীরা

advertisement

একইসঙ্গে শিল্পের উন্নতি হচ্ছে এটা একটা বড় পাওনা। উত্তরপাড়া বিধানসভার বিধায়ক কাঞ্চন মল্লিক জানান, তার বিধানসভায় স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন এটি একটি বড় পাওনা। তিনি আশাবাদী ২৭ তারিখের অনুষ্ঠান যেন সার্বিকভাবে সফল হয়। তাতে আখেরে লাভ রাজ্যবাসীরই হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: বিশাল সুখবর! হিন্দমোটরেই তৈরি হবে অত্যাধুনিক রেলের নতুন কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল