পুলিশ ও প্রশাসনের মধ্যে এই দিন টিটাগর ওয়াগন ফ্যাক্টরি সভাকক্ষে একটি আলোচনাও হয়। কোন পথ দিয়ে মুখ্যমন্ত্রী আসবেন কিভাবে সুরক্ষার বলয় তৈরি হবে সেই সব নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। সূত্র মারফত খবর, ২৭ তারিখের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের নাম জাদা শিল্পপতিরা।
আরও পড়ুনঃ জমিজটে বিদ্যুৎ নেই! মোমবাতির আলোই ভরসা ওদের রাতের অন্ধকার দূর করতে
advertisement
ওয়াকিবহল মহল মনে করছেন এই দিন মুখ্যমন্ত্রীর হিন্দমোটর কারখানায় নতুন শিল্পের লগ্ধিকরণের কথাও হবে। রাজ্যে কিভাবে আরো শিল্পোন্নতি ঘটানো যায় তা নিয়েও আলোচনা হবে ওই দিন। উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব এই বিষয়ে জানান, এটি একটি খুব গর্বের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরপাড়া শহরে আসছেন।
আরও পড়ুনঃ ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ পান্ডুয়ার গ্রামবাসীরা
একইসঙ্গে শিল্পের উন্নতি হচ্ছে এটা একটা বড় পাওনা। উত্তরপাড়া বিধানসভার বিধায়ক কাঞ্চন মল্লিক জানান, তার বিধানসভায় স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন এটি একটি বড় পাওনা। তিনি আশাবাদী ২৭ তারিখের অনুষ্ঠান যেন সার্বিকভাবে সফল হয়। তাতে আখেরে লাভ রাজ্যবাসীরই হবে।
Rahi Haldar