বাস মালিক সংগঠনের অভিযোগ, বাসের ঋণ পরিশোধ নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এই অবস্থায় ঋণদানকারী সংস্থা রিকভারি এজেন্টদের দিয়ে আজ তিনটি বাস তুলে নিয়ে যায়। বাসগুলি যখন শ্রীরামপুর থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল তখন উত্তরপাড়া এবং বালি থেকে সেগুলিকে তোলা হয়। এমকি, বাসে যেসব যাত্রী ছিলেন, তাঁদের নামিয়ে দেওয়া হয়। বাস চালককেও মারধর করা হয়।
advertisement
আরও পড়ুন: ওটিটি-তে জওয়ান! কর্মকর্তাকে হুমকি দিলেন শাহরুখ, জন্মদিনে এ কী ঘটালেন বাদশা!
শ্রীরামপুর নিউ টাউন বাস রুটের বাস মালিক সংগঠনের সভাপতি রঞ্জন প্রামাণিক বলেন, “আমরা এ বিষয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ জানাতে যাই। এমনিতেই অটো এবং টোটোর দৌরাত্মে বাসে যাত্রীসংখ্যা তলানিতে ঠেকেছে। শ্রীরামপুর-নিউটাউন রুটে যে কয়েকটি বাস চলে সেগুলোও ঋণের দায়ে ধুঁকছে। বাস মালিকরা বাস চালাতে হিমসিম খাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আগামিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ রাখা হবে।” বাসের মতো গণপরিবহনকে বাঁচাতে প্রশাসন ব্যবস্থা নিক, দাবি বাস মালিকদের। আজকের ঘটনা পরিবহন মন্ত্রীকেও জানানো হবে বলে জানান বাস মালিকরা।
শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, পুলিশে অভিযোগ দায়ের করা উচিত।পুলিশ বিষয়টি নিশ্চয়ই দেখবে।যদি মনে হয় পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে না তাহলে পুরসভায় এলে আমি নিশ্চয় পুলিশের সঙ্গে কথা বলব।
রাহী হালদার