Shah Rukh Khan Jawan on OTT: ওটিটি-তে জওয়ান! কর্মকর্তাকে হুমকি দিলেন শাহরুখ, জন্মদিনে এ কী ঘটালেন বাদশা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Jawan on OTT: ওটিটিতে ‘জওয়ান’ মুক্তি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ, যা আদপে সত্যি হয়ে গেল। অর্থাৎ জন্মদিনে শাহরুখের তরফে দু’টি উপহার।
মুম্বই: আজ ২ নভেম্বর। সারা দেশের কাছে বিশেষ দিন। শাহরুখ খানের জন্মদিন। তবে নিছক জন্মদিন বললে কম বলা হয়। এ যেন উৎসব। সারা দেশে বাদশার জন্মদিন পালন করছেন কত কত মানুষ। আর ‘মন্নত’-এর বাইরে হাজার হাজার ভক্ত জমা হয়েছিলেন গত রাত থেকে। তাঁকে একটিবার সচক্ষে এক ঝলক দেখার জন্য। গতকাল মধ্যরাতেই প্রত্যাশা পূরণ করলেন বাদশা। রাত ১২টার পর বারান্দায় এসে দাঁড়িয়ে, দুই বাহু মেলে অশেষ ভালবাসা ঢেলে দিলেন ভিড়ের দিকে।
ভক্তদের অপার ভালবাসা পেয়ে উপহার দিলেন শাহরুখ খান। ওটিটি-তে রিলিজ হল ‘জওয়ান’। তার থেকেও বড় কথা, প্রেক্ষাগৃহে যতটা দেখা গিয়েছিল, তার থেকে বেশিক্ষণ ধরে পর্দায় শাহরুখকে দেখতে পাবেন তাঁর ভক্তরা।
advertisement
Birthday Jawan ka hai par gift sab ke liye 😎We’re good to go!
Jawan (the extended cut) is now streaming in Hindi, Tamil and Telugu, only on Netflix 💥 pic.twitter.com/SBNBM9hBFB— Netflix India (@NetflixIndia) November 1, 2023
advertisement
এই সুখবরটি দেওয়ার ভঙ্গিতেও আনা হয়েছে দারুণ চমক। ভিডিও রিলিজ করেছে নেটফ্লিক্স। যেখানে শাহরুখ ‘জওয়ান’-এর চরিত্রেই অবতীর্ণ হয়েছেন। নেটফ্লিক্সের কর্মকর্তাকে জওয়ান শাহরুখের হুমকি, ‘‘আগামী দু’মিনিটের মধ্যে জওয়ান রিলিজ না করলে তোমার টাডুম (নেটফ্লিক্সের বিশেষ শব্দ) বাডুম হয়ে যাবে।’’ জওয়ানের ভয়ে সঙ্গে ছবিটি মুক্তি পেয়ে যায় নেটফ্লিক্সে। এবং শাহরুখ তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমার জন্মদিনে আপনাদের জন্য উপহার।’’ মজার এই নাটকীয় ভিডিওটিও যেন কোনও উপহারের চেয়ে কম নয়।
advertisement
advertisement
১ নভেম্বর মধ্যারতে শাহরুখ তাঁর সিগনেচার পোজ নিয়ে বারান্দায় হাজির হন। দেখে বুক দুরুদুরু করে ওঠেন কত শত মানুষের। এ বছর তাঁর চেহারায় ছোট্ট কিছু পরিবর্তন। চুল বড়, মাথায় কালো টুপি, চোখে কালো চশমা।
মধ্যরাতে অনুরাগীদের দেখা দিয়ে তখনই সোশ্যাল মিডিয়া এক্স (আগে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ লিখলেন, ‘অবিশ্বাস্য! আপনারা এত রাতে এখানে এসে আমাকে শুভেচ্ছা জানান। আমি তো একজন অভিনেতা মাত্র। আমি যে আপনাদের একটু আধটু বিনোদন দিতে পারি, এর চেয়ে আর সুখের কিছু নেই। সকলের ভালোবাসার স্বপ্নে বেঁচে আছি আমি। আপনাদের সবাইকে বিনোদনের স্বাদ দিতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে… পর্দায় এবং পর্দার বাইরেও।’
advertisement
২১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ‘ডানকি’র। আর সেই সিনেমার প্রথম ঝলক নাকি প্রকাশ্যে আসবে ২ নভেম্বর। একই দিনে ওটিটিতে ‘জওয়ান’ মুক্তি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ, যা আদপে সত্যি হয়ে গেল। অর্থাৎ জন্মদিনে শাহরুখের তরফে দু’টি উপহার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 11:18 AM IST