Shah Rukh Khan Birthday: মধ্যরাতে মন্নতের বারান্দাই যেন স্বপ্নপূরণ, দুই বাহু প্রসারিত, জন্মদিনে শাহরুখের উপহার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Birthday: আজ সেই ২ নভেম্বর। বিশেষ তারিখ। শাহরুখ খানের জন্মদিন বলে কথা। হাজার হাজার ভক্তের প্রত্যাশা পূরণ করলেন মধ্যরাতে বারান্দায় এসে দাঁড়িয়ে।
মুম্বই: তাঁর দুই বাহুতেই যেন বিশ্বব্রহ্মাণ্ডের প্রেম। আর উত্থিত সেই দুই বাহু দেখার জন্যই গতকাল সন্ধ্যা থেকে ভিড় হয়েছিল ‘মন্নত’-এর সামনে। এই ৫৮ বছরের জীবনের সব চাওয়া-পাওয়া, ভালবাসা লুকিয়ে ওই কয়েকটা মুহূর্তে। যখন হাজার হাজার চোখ ছলছল করে ওঠে তাঁদের ভালবাসার মানুষকে এক ঝলক দেখে। উল্লাসধ্বনি, রংবেরঙের ব্যানার, বেলুনে ছেয়ে যায় রাস্তাঘাট। আর ধীরে ধীরে জালে ঘেরা বারান্দায় এসে দাঁড়ান শাহরুখ খান। প্রথম কয়েক মুহূর্ত যেন নিশ্বাসবন্ধ হয়ে যাওয়ার জোগাড়। থেমে যায় সবকিছু। পিছনে বাজতে থাকে বেহালা। রোমান্সের বাদশার সঙ্গে দেখা হলে তো এমনই হবে আবহ।
advertisement
advertisement
আজ সেই ২ নভেম্বর। বিশেষ তারিখ। শাহরুখ খানের জন্মদিন বলে কথা। হাজার হাজার ভক্তের প্রত্যাশা পূরণ করলেন মধ্যরাতে বারান্দায় এসে দাঁড়িয়ে। দুই বাহু মেলে দিলেন তিনি। যেন অশেষ ভালবাসা ঢেলে দিলেন ভিড়ে দিকে। তাঁর সেই সিগনেচার পোজ দেখে বুক দুরুদুরু করে উঠল কত শত মানুষের। এ বছর তাঁর চেহারায় ছোট্ট কিছু পরিবর্তন। চুল বড়, মাথায় কালো টুপি, চোখে কালো চশমা।
advertisement
It’s unbelievable that so many of u come & wish me late at night. I am but a mere actor. Nothing makes me happier, than, the fact that I can entertain u a bit. I live in a dream of your love. Thank u for allowing me to entertain you all. C u in the morning…on the screen & off it
— Shah Rukh Khan (@iamsrk) November 1, 2023
advertisement
মধ্যরাতে অনুরাগীদের দেখা দিয়ে তখনই সোশ্যাল মিডিয়া এক্স (আগে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ লিখলেন, ‘অবিশ্বাস্য! আপনারা এত রাতে এখানে এসে আমাকে শুভেচ্ছা জানান। আমি তো একজন অভিনেতা মাত্র। আমি যে আপনাদের একটু আধটু বিনোদন দিতে পারি, এর চেয়ে আর সুখের কিছু নেই। সকলের ভালোবাসার স্বপ্নে বেঁচে আছি আমি। আপনাদের সবাইকে বিনোদনের স্বাদ দিতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে… পর্দায় এবং পর্দার বাইরেও।’
advertisement
২১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ‘ডানকি’র। আর সেই সিনেমার প্রথম ঝলক নাকি প্রকাশ্যে আসবে ২ নভেম্বর। একই দিনে নাকি ‘জওয়ান’ মুক্তি পেতে পারে ওটিটি মঞ্চ নেটফ্লিক্সে। অর্থাৎ শাহরুখের জন্মদিনে দু’টি উপহার। তার কথাই কি পোস্টের শেষে বলতে চাইলেন শাহরুখ? আর খানিকক্ষণেই পর্দাফাঁস হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 10:13 AM IST