মন্দিরের সামনে একটি বৃহৎ জলাশয় কেটে সেটিকে গঙ্গা তৈরি করা হয়েছে।তাদের বছরের থিম বেনারসের গঙ্গার ঘাটের সন্ধ্যা আরতি এই থিম কে ফুটিয়ে তুলতে জলাশয় এর পাশেই ঘাট তৈরি করা হয়েছে সন্ধ্যা আরতি করতে সুদূর বেনারস থেকে বিশেষ পুরোহিতদের দল আনা হয়েছে যারা বেনারসের ঘাটের যে সন্ধ্যা আরতি সেটাকে ফুটিয়ে তুলবেন। পঞ্চপ্রদীপ দিয়ে শঙ্খ বাজিয়ে ঠিক যেমন ভাবে বেনারসের সন্ধ্যা আরতি হয় ঠিক তেমনভাবেই সন্ধ্যা আরতি করা হচ্ছে এই পূজা মন্ডপে।
advertisement
আরও পড়ুনঃ জমি মাফিয়াদের তাণ্ডবে কাটা পড়ছে একের পর এক বড় গাছ!
পঞ্চমীর দিন বিকালে এই পুজোর উদ্বোধন হয়। তারপর থেকেই মন্ডপ খোলা স্থানীয় মানুষদের জন্য। মন্ডপের মধ্যে বেনারসের ছোঁয়া দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষই। অনেকেই বেনারস গেছেন আবার অনেকেই বাড়ির সামনে মন্ডপেই বেনারস দেখে উপভোগ করছেন সন্ধ্যা আরতি। সব মিলিয়ে শ্রীরামপুর নেতাজি নগর সর্বজনীন দুর্গোৎসবের থিমের কথা এখন গোটা হুগলি জেলার মানুষের মুখে মুখে।
Rahi Haldar