আরও পড়ুন: বারবার দুর্ঘটনা ঘটলেও হুঁশ নেই কারোর! প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশ থেকে গাড়ি চালক
স্থানীয় সূত্রে খবর, রিষড়া স্টেশন থেকে রাস্তার প্রায় দুই কিলোমিটার অংশ রিষড়া পুরসভা আওতায় পড়ে। সেই রাস্তা একেবারে ঠিক আছে। সমস্যা শুরু হয়েছে পঞ্চায়েত এলাকা থেকে। পঞ্চাননতলা থেকে গুমোডাঙা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার একেবারে বেহাল অবস্থা। স্থানীয়দের দাবি, এক সময় রাস্তার কিছুটা অংশ পিচ ও কিছুটা অংশ ঢালাই ছিল। এখন সব উঠে গিয়ে রাস্তায় জায়গায় জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেখানে জল জমে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই রাস্তা দিয়ে অটো-টোটো চলাচল করে। কলকারখানার ভারী ট্রাক যাতায়াত করে। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বেকায়দায় পড়ছেন নিত্যযাত্রীরা।
advertisement
হুগলি জেলা পরিষদ সূত্রে খবর, রিষড়া পঞ্চায়েতের ওই এলাকার রাস্তা হুগলি জেলা পরিষদ দেখভাল করে। এই রাস্তাটির সংস্কারের জন্য কয়েক বছর আগে ১ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রথমবারের দরপত্রে কোনও আবেদন জমা পড়েনি। দ্বিতীয়বার দরপত্র পাওয়া সংস্থাকে তাদের নথিপত্রের জন্য বাতিল করতে হয়। তৃতীয় বারও তৈরি হয় দরপত্র, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে জেলা পরিষদ সূত্রে খবর, তাদের নজরে রয়েছে এলাকার রাস্তাটির বিষয়ে। তারা খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ করবে।
রাহী হালদার