West Bardhaman News: বারবার দুর্ঘটনা ঘটলেও হুঁশ নেই কারোর! প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশ থেকে গাড়ি চালক

Last Updated:

জাতীয় সড়কে বারবার দুর্ঘটনা ঘটলেও তা নিয়ন্ত্রণে আনার বিষয়ে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা

+
title=

পশ্চিম বর্ধমান: বারবার পাণ্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অনেকের। পাণ্ডবেশ্বরের খোট্টাদিহি বিলপাহাড়ি এলাকার রাস্তা যেন মরণফাঁদ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই ব্যাপারে উদাসীন ট্রাফিক পুলিশ। বারবার দুর্ঘটনা হচ্ছে বিলপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায়। দিন কয়েক আগে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন কয়েকজন।
যদিও শুধুমাত্র পাণ্ডবেশ্বরের খোট্টাদিহি বললে ভুল হবে। জাতীয় সড়কের একাধিক জায়গাতেই মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। কাঁকসা এলাকায় একাধিক ছোট বড় দুর্ঘটনা হচ্ছে। কখনও দুর্ঘটনার জেরে প্রাণ যাচ্ছে সাইকেল চালকের, কখনও আবার গুরুতরভাবে আহত হচ্ছেন বাইক চালক। তা সত্ত্বেও কেন চালকরা সচেতন হচ্ছেন না সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে। একইসঙ্গে দাবি উঠছে প্রশাসনের নজরদারি বাড়ানোর।
advertisement
advertisement
জাতীয় সড়কে পুলিশের তরফে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। গতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ‌ও করছে তারা। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। কিন্তু গাড়ি চালকরা সচেতন না হলে দুর্ঘটনার সংখ্যা কমানো যাবে না বলে অভিমত ট্রাফিক বিশেষজ্ঞদের। বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকেই মত্ত অবস্থায় জাতীয় সড়কে প্রবল গতিতে গাড়ি চালাচ্ছেন।
advertisement
অন্যদিকে আসানসোলের কালিপাহাড়ি মোড় এলাকায় স্থানীয়রা জাতীয় সড়ক পারাপার করতে সমস্যায় পড়ছেন। গাড়ির তীব্র গতি থাকার কারণে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এলাকাবাসীকে। তাই ওই এলাকায় অবিলম্বে একটি ফুটওভার ব্রিজ অথবা টানেল তৈরির দাবি জানানো হয়েছে।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বারবার দুর্ঘটনা ঘটলেও হুঁশ নেই কারোর! প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশ থেকে গাড়ি চালক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement