Malda News: ২৫ বছর পর ঘুচল অন্ধকার, পথবাতি লাগানো হল মালদহ স্টেশন রোডে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
দীর্ঘ ২৫ বছর পর ঘুচল অন্ধকার, মালদহ স্টেশন রোডে লাগানো হল স্ট্রিট ল্যাম্প
মালদহ: শহরের গুরুত্বপূর্ণ এলাকা মালদহ টাউন স্টেশন রোড এতদিন অন্ধকারে ঢেকেছিল। সন্ধে হলেই রাস্তা দিয়ে চলাফেরা করা সমস্যার হয়ে দাঁড়াত। স্টেশন চত্বরে রেলের পক্ষ থেকে আলো দেওয়া হলেও পুরসভার অধীনে থাকা রাস্তায় কোনও আলো ছিল না। ফলে সমস্যায় পড়তে হত রেলযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। অবশেষে দীর্ঘ ২৫ বছর পরে ইংরেজবাজার পুরসভা ও বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ঝলঝলিয়া এলাকায় স্টেশন রোডে আলোর সুব্যবস্থা করা হল।
ঝলঝলিয়া প্রদীপ কর ভবন থেকে ডিআরএম বিল্ডিংয়ের প্রধান প্রবেশদ্বার পর্যন্ত নতুন বৈদ্যুতিক আলো লাগানো হয়েছে। ইংরেজবাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর দুলাল সরকার, শুভময় বসু, গৌতম দাস সহ অন্যান্য অতিথিরা। এলাকা আলোকিত করার জন্য রাস্তার ধারের প্রতিটি পোলে পুরসভার পক্ষ থেকে লাইট লাগানো হয়েছে। এর পাশাপাশি দুটি উচ্চস্তম্ভ বাতির উদ্বোধন করা হয়।
advertisement
advertisement
এর ফলে রাতে যাতাযাত করতে অনেকটাই সুবিধা হবে। দুর্গাপুজোর আগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় আলো লাগানোয় খুশি শহরবাসী। এর ফলে ছোটখাটো দুর্ঘটনা সহজেই এড়ানো যাবে বলে মনে করছেন তাঁরা।
হরষিত সি়ংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 1:39 PM IST