TRENDING:

Hooghly News: রাতের অন্ধকারে পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে বাইকে আগুন দুষ্কৃতীদের 

Last Updated:

এই আগুনে তাদের বাড়ি পুড়ে যেতে পারত, প্রাণনাশ হতে পারব বলেই অভিযোগ পঞ্চায়েত সদস্যের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের সদস্যের বাড়ির ভিতরে থাকা বাইকে আগুন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ। পঞ্চায়েত সদস্য দুর্গাপদ গাইনের বাড়িতে থাকা একটি মোটর বাইকে কেউ ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়ে দিয়ে যায় বলে অভিযোগ। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ভয় দেখানোর জন্য দুষ্কৃতীদের এই কাজ বলে অনুমান পঞ্চায়েত সদস্যর।
advertisement

আরও পড়ুন Malda News: এবার এক ফোনেই মিলবে মানসিক রোগের চিকিৎসা! রইল হেল্পলাইন নম্বর

স্থানীয় সূত্রে খবর,  রাত সাড়ে ১১ টা নাগদ পরিবারের সদস্যরা পোড়া গন্ধ পান। বেরিয়ে খোঁজাখুঁজি করতেই ধরা পড়ে তাদের বাড়িতে রাখা বাইকে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাড়ির লোকেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাইকটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যে কোনও মুহূর্তে সেই আগুন ছড়িয়ে বাড়িতে আগুন লেগে যেতে পারত বলে অভিযোগ। তড়ি ঘড়ি আগুন নিভিয়ে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা।

advertisement

আরও পড়ুন Cooch Behar News: শুকনো ডোবা ভাসল রক্তে! চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়!

এই বিষয়ে পঞ্চায়েত সদস্য দুর্গাপদ গাইন জানান, পঞ্চায়েত ভোটের আগে তার প্রাণনাশের চেষ্টা করছে দুষ্কৃতীরা। যেহেতু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, তাই তার ওপর এই হামলা চালানো হয়, অভিযোগ। আগুনের লেলিহান শিখা বাড়ির লোকেরা তাড়াতাড়ি দেখতে পান বলেই আগুন নেভানো সম্ভব হয়েছে। যে কোনও মুহূর্তে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে যেতে পারত, এমনই দাবি তাঁর। দুর্গাপদ গাইনের অভিযোগ, সপরিবারে তাদেরকে মেরে ফেলার চক্রান্ত করছে দুষ্কৃতীরা। শুধু তাই নয় পঞ্চায়েত ভোটের আগে এটি একটি ও হুমকি ও বটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই স্কুলের কোনও ছাত্রী সেনার উচ্চপদে, কেউ আবার বিজ্ঞানী! ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রাতের অন্ধকারে পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে বাইকে আগুন দুষ্কৃতীদের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল