আরও পড়ুন : শাহরুখের নায়িকা হবেন নুসরত? কলকাতায় দেখা হয়নি, নেটমাধ্যমে তাই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী
ফ্রান্সের বাসিন্দা প্যাট্রিসিয়াকে মাস পাঁচেক আগে বিয়ে করেন কুন্তল। বলা ভাল সুদূর ফ্রান্স থেকে প্রেমের টানে হুগলির পান্ডুয়ায় চলে আসেন প্যাট্রিসিয়া। সিমলাগড় মন্দিরে বিয়ে করেন তারা। সহধর্মিণীর দেশ বিশ্বকাপে সেমিফাইলে মরক্কোকে হারিয়ে ফাইনাল খেলতে নামে আর্জেন্টিনার বিরুদ্ধে। আর তাতেই ধর্ম সংকটে পড়েন কুন্তল ভট্টাচার্য।
advertisement
আরও পড়ুন - গাড়ির বেপরোয়া গতি, পরিণতি হল মর্মান্তিক
কুন্তল জানান, বাঙালির বরাবরই আর্জেন্টিনার প্রতি একটু বিশেষ টান রয়েছে। ছোটবেলায় মারাদোনার খেলা দেখা পরবর্তীতে লিওনেন মেসি। কিন্তু বিবাহ চক্রে পড়ে এখন দলবদল করতে এক কথায় বাধ্য হয়েছেন তিনি। তার মনের মধ্যে আর্জেন্টিনা থাকলেও গোটা মন জুড়ে বিরাজ করছে শুধুই ফ্রান্স! সহধর্মিনীর প্রিয় প্লেয়ার যে এমবাপে! ফরাসি বউয়ের বাঙালি বর পড়েছেন ফুটবল বিশ্বকাপ নিয়ে ধর্ম সংকটে। হোম মিনিস্টারের সঙ্গে তিনিও একমত হয়েছেন। তবে মনের কোনও এক অংশে কিন্তু এখনও তিনি চান মেসি কাপ তুলুক হতে।
রাহী হালদার





