TRENDING:

JU Student Death Case: যাদবপুরের এক মৃত্যুতে আঁধার কত পরিবারে! ছেলে জেলে, চিন্তায় ঘুম উড়েছে অভাবী মা-বাবার

Last Updated:

JU Student Death Case: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে গ্রেফতার হয়েছে হুগলির আরামবাগের মনোতোষ ঘোষ। মনোতোষ দ্বিতীয় বর্ষের সমাজবিদ্যায় পড়াশোনা করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু রহস্যে সরগরম রাজ্য। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করেছে বেশ কয়েকজন ছাত্রকে। গ্রেফতার হয়েছে হুগলির আরামবাগের মনোতোষ ঘোষ। মনোতোষের বাড়ি আরামবাগ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সার্কাস ময়দান এলাকায়। বাবা এবং মা হোটেল চালিয়ে কোনওরকমে সংসার চালান।
advertisement

মনোতোষ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের সমাজবিদ্যা বিভাগের পড়ুয়া। যাদবপুরের ঘটনায় মনোতোষের গ্রেফতারি নিয়ে রীতিমতো হতাশায় পড়েছেন পরিবারের সদস্যরা। এমনকি এলাকার প্রতিবেশীরাও মানতে পারছেন না সে এই ঘটনার সঙ্গে যুক্ত। হতাশায় দিন কাটাচ্ছেন মনোতোষের বাবা এবং মা।

উল্লেখ্য, যাদবপুরের পড়ুয়ার রহস্যময় মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রর। মৃত পড়ুয়ার বাবা রামপ্রসাদ কুন্ডুর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গ্রেফতার হয় আরামবাগের যুবক মনোতোষ ঘোষ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার এক ঘণ্টা পরেই সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। সৌরভকে জিজ্ঞাসাবাদ করার পরেই আরামবাগের ওই যুবককের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে খবর। সারারাত জিজ্ঞাসাবাদ করার পরে মনোতোষকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

View More

আরও পড়ুনঃ ‘কোলে নিয়ে ট্যাক্সিতে তুলেছিল ওঁরা…’, উদ্ধার রক্তমাখা বিছানার চাদর, যাদবপুরের ছাত্র মৃত্যুতে নয়া মোড়

এ প্রসঙ্গে মনোতোষের বাবা জানান, “ছেলে কিছুদিন আগে ফোন করেছিল। মৃত পড়ুয়া হোস্টেলে তাদের কাছে থাকত। তার বাবাকে কিছু জন ফোন করে বলে ভয়ের কিছু নেই। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ছেলে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। ছোটবেলা থেকেই মনোতোষ পড়াশোনায় ভাল ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জন্য কষ্ট করে টাকা রোজগার করে পাঠিয়েছিলাম কিন্তু এমন এক ঘটনা ঘটল, সব শেষ হয়ে গেল…”। অন্যদিকে, তাঁর মা জানান, “ছোটবেলা থেকেই ছেলে পড়াশুনায় ভাল। তাই তাঁকে যাদবপুরে ভর্তি করা হয়। ঘটনায় ছেলে যে যুক্ত, ভাবতেই পারছি না। কি হবে ছেলের, ভেবেই ভয় হচ্ছে।”

advertisement

প্রতিবেশীদের দাবি, মনোতোষ পড়াশোনা এবং ব্যবহারের দিক থেকে ভাল ছিল। বাড়ি এলে সকলের সঙ্গে মেলামেশা করত। কিন্তু এই ঘটনায় কিভাবে যুক্ত হতে পারে, তাও মানতে পারছেন না এলাকার বাসিন্দারা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
JU Student Death Case: যাদবপুরের এক মৃত্যুতে আঁধার কত পরিবারে! ছেলে জেলে, চিন্তায় ঘুম উড়েছে অভাবী মা-বাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল