আরও পড়ুন: ভাঙড়ের পর মন্দিরবাজার, আরও এক জায়গায় আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের
২০১৮ সালের পঞ্চায়েত ভোটে জিতে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন ছন্দা বাগ। তার আগে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর তিনি আরামবাগ থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন। ছন্দা বাগের অভিযোগ, জেলা পরিষদের সদস্য থাকাকালীন তিনি যথেষ্ট পরিমাণে মানুষের জন্য কাজ করতে পেরেছিলেন। কিন্তু গত পাঁচ বছর নামকেওয়াস্তে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। দলেরই একাংশের চক্রান্তে তিনি সাধারণ মানুষের জন্য এই পাঁচ বছরে কোনও কাজ করতে পারেননি বলে অভিযোগ করেন। এটাকেই দল ছড়ার মূল কারণ বলে জানান ওই তৃণমূল নেত্রী।
advertisement
বুধবার ছন্দা বাগ জানিয়েছেন, মানুষের জন্য কাজ না করতে পারলে রাজনীতি করে কোনও লাভ নেই। তাই তিনি বসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল ছাড়লেও বিজেপি বা অন্য কোনও দলে যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে কিছু জানাননি। কিন্তু পঞ্চায়েত ভোটের ঠিকমুখে তাঁর মতো একজন নেত্রী দল ছাড়ার কথা জানানোয় ব্যাপক অস্বস্তিতে পড়েছেন স্থানীয় তৃণমূল নেতারা। এই বিষয়ে শাসকদলের নেতারা কার্যতমুখে কুলুপ এঁটেছেন।
শুভজিৎ ঘোষ