প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন পরিমল বাবু তখনই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ধাক্কা মারে। স্থানীয় এলাকার মানুষজন ঘটনার নজর আসতেই ছুটে ঘটনাস্থলে গেলেও পলাতক হয় ডাম্পার। গুরুতর জখম অবস্থায় পড়ে থাকেন ওই শিক্ষক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ময়নায় মৃত বুথ সভাপতির স্ত্রীকে প্রার্থী করল বিজেপি! বাকচা থেকে লড়বেন বিজয় ভূঁইয়ার স্ত্রী
advertisement
পরিবার সূত্রে জানা যায়, নিত্যদিনের মতন পরিমল বাবু বাজারে যেতেন। হঠাৎই দুর্ঘটনা হয়েছে বলে খবর আসে এলাকা থেকে । বাড়ির সকলে মিলে হাসপাতালে পৌঁছলেও শেষ রক্ষা করতে পারেননি পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: কাঠবাদাম ভেবে খেয়ে নিল অজানা ফল! মঙ্গলকোটে পঞ্চম শ্রেণির ১০ ছাত্রীর তারপর যা হল…
খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পঞ্চায়েত পুড়শুড়া থানার পুলিশ। যদি ওই ডাম্পারটি আটক করার জন্য তল্লাশি চালাচ্ছেন কীভাবে এই পথ দুর্ঘটনা সে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
শুভজিৎ ঘোষ