স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর ২৮ নম্বর ওয়ার্ড এর নিউ মহেশ কলোনির বাসিন্দা ছিল সুমিত। ওই এলাকারই বাকি আরো তিন বন্ধুর সঙ্গে ঐদিন দুপুরে গঙ্গায় স্নান করতে আসে তারা। জলস্রোত থাকার দরুন গঙ্গায় নেমে হঠাৎই তলিয়ে যায় বছর ১৭ এর ওই নাবালক। ঘটনাস্থলে উপস্থিত হয় শ্রীরামপুর পুরসভার পুরআধিকারিকরা ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।
advertisement
আরও পড়ুন ঃ মাটি খুঁড়ে পাইপলাইনের কাজের সময় বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
নিখোঁজ ওই বালকের দেহ উদ্ধার করার জন্য নামানো হয় স্পিডবোর্ড ও ডুবুরি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। প্রশাসন সূত্রে খবর বর্ষার মরশুমে নদীতে জল বেশি থাকে, তার উপর অত্যাধিক ঢেউ থাকায় উদ্ধারের কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকে।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর পিন্টু নাগ বলেন, বিপর্যয় মোকাবিলার দল পুলিশ সবাই খোঁজাখুঁজি করছে ছেলেটিকে। গোটা ঘটনায় পরিবার-পরিজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাচ্চা ছেলেটির এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না তাদের পরিবার। ছেলেটির দেহ উদ্ধার করার জন্য যথাযথ প্রচেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা দল। তবে গোটা ঘটনার ১৮ ঘন্টা পার হয়ে গেলেও এখনো নিখোঁজ নাবালকের দেহ।
রাহী হালদার