Hooghly News: মাটি খুঁড়ে পাইপলাইনের কাজের সময় বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
উত্তরপাড়ায় গঙ্গা অ্যাকশন প্ল্যানের অধীনে মাটি খুঁড়ে পাইপলাইন বসানোর কাজ করছিল ঠিকাদার সংস্থা। সেই সময়ই আচমকা বিস্ফোরনে আহত হয় দুই শ্রমিক
হুগলি: গঙ্গা অ্যাকশান প্ল্যানের কাজ করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা উত্তরপাড়ায়। মাটি খুঁড়ে পাইপ বসাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত দুই ঠিকা শ্রমিক। মাটির তলায় থাকা বিদ্যুতের মোটা তারের কেবেলের উপর জেসিবি’র কোপ গিয়ে পরে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে ফেটে যায় কেবেল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনের হলকা বেরিয়ে আসে মাটির নিচ থেকে। তাতেই আহত হয় ওই দুই শ্রমিক।
এই বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা সরকার। তাঁর চোখের সামনেই গোটা বিষয়টি ঘটে, একটুর জন্য তিনি রক্ষা পান। ঘটনা প্রসঙ্গে ওই কাউন্সিলর বলেন, আর কে স্ট্রিটে গঙ্গা অ্যাকশন প্ল্যানের পাইপ লাইনের কাজ হচ্ছিল। ঠিকা শ্রমিকরা জেসিবি দিয়ে মাটি খুঁড়ছিলেন। সেই সময় কোনভাবে বিদ্যুতের কেবলে আঘাত লাগায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় চমকে ওঠে আশেপাশের এলাকার মানুষ। আহত দুই শ্রমিককে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
যে ঠিকাদার সংস্থা কাজ করছিল তাদের দাবি সমস্ত সাবধানতা অবলম্বন করেই কাজ হচ্ছিল। তারপরও কী করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়। এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, কেএমডিএ-এর তত্ত্বাবধানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ হচ্ছিল। আহত শ্রমিকরা এখন সুস্থ আছে। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 9:39 PM IST