TRENDING:

সলমন-এর 'ভারত'-এর জন্য 'কোয়ান্টিকো সিজন ফোর'-এর অফার ফিরিয়ে দিলেন প্রিয়াঙ্কা

Last Updated:

এখনই আর কোনও বিদেশী প্রজেক্টে সাইন করবেন না প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এখন কয়েকটি হিন্দি ছবি করতে চান। এমনকী, তৃতীয় সিজনের পর জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো 'কোয়ান্টিকো'-কেও আপাতত বাই বাই বলবেন 'বরফি' স্টার। কারণ একবার চতুর্থ সিজন-এর কাজ শুরু করে দিলে, তিনি আটকে পড়বেন। বলিউডে ফেরা হবে না !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সেই শেষ ২০১৬-র 'জয় গঙ্গাজল'। তারপর, কেটে গিয়েছে দু-দুটো বছর! আর কোনও হিন্দি ছবিতে দেখা মেলেনি প্রিয়াঙ্কাকা চোপড়ার। তিনি মেতে ছিলেন হলিউড নিয়ে। আর এদিকে হা পিত্যেশ করে বসে ছিল নায়িকার অগুন্তি ফ্যান! কবে আবার বলিটাউনে ফিরবেন পিগি চপস?
advertisement

এতদিনে তাঁদের আশা পূরণ হচ্ছে। শোনা যাচ্ছে, আলি আব্বাস জফর-এর 'ভারত'-এ সলমন খান-এর বিপরীতে অভিনয় করবেন সুন্দরী।

আরও পড়ুন-মাধুরীর সঙ্গে কাজ করবেন না সঞ্জয়! বিকল্প অনিল কাপুর কিংবা জ্যাকি শ্রফ

বিস্বস্ত সূত্রের খবর, এখনই আর কোনও বিদেশী প্রজেক্টে সাইন করবেন না প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এখন কয়েকটি হিন্দি ছবি করতে চান। এমনকী, তৃতীয় সিজনের পর জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো 'কোয়ান্টিকো'-কেও আপাতত বাই বাই বলবেন 'বরফি' স্টার। কারণ একবার চতুর্থ সিজন-এর কাজ শুরু করে দিলে, তিনি আটকে পড়বেন। বলিউডে ফেরা হবে না !

advertisement

গত সপ্তাহে ঝটিকা সফরে মুম্বই এসেছিলেন 'ফ্যাশন' তারকা। এখন তিনি আয়ারল্যান্ডে 'কোয়ান্টিকো'-র তৃতীয় সিজন-এর শুটিং করছেন। ২৬ এপ্রিল থেকে শুরু হবে তৃতিয় সিরিজ-এর স্ক্রিনিং।

আরও পড়ুন-আইপিএল-এ পারফর্ম করার জন্য রণবীরের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন এই তারকা!

'ভারত' ছাড়াও, কল্পনা চাওলা'র বায়োপিক-এ কাজ করছেন প্রিয়াঙ্কা। খবর- 'মার্গারিটা উইথ আ স্ট্র'-র পরিচালক সোনালী বসুর আগামী ছবিতেও অভিনয় করছেন তিনি। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। প্রযোজক রনি স্ক্রুওয়ালা ও সিদ্ধার্থ রয় কাপুর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আরও পড়ুন-তিনদিনের সফরে মুম্বই এলেন ক্রিস্টোফার নোলান

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমন-এর 'ভারত'-এর জন্য 'কোয়ান্টিকো সিজন ফোর'-এর অফার ফিরিয়ে দিলেন প্রিয়াঙ্কা