মাধুরীর সঙ্গে কাজ করবেন না সঞ্জয়! বিকল্প অনিল কাপুর কিংবা জ্যাকি শ্রফ

Last Updated:

তা হলে এখন সঞ্জয়ের জায়গায় কার দেখা মিলবে? বিস্বস্ত সূত্রের খবর, '' প্রথমে অফার দেওয়া হবে অনীল কাপুরকে। কিন্তু এইমুহূর্তে তিনি একটা ডিজিটাল প্রজেক্টে ব্যস্ত! তাই ডেট দিতে পারবেন কীনা বোঝা যাচ্ছে না! পরের অপশন জ্যাকি শ্রফ!''

# মুম্বই:শ্রীদেবীর আকষ্মিক মৃত্যুর পর থেকেই 'ধর্মা প্রোডাকশন্স' -এর আগামী ছবি লাইমলাইটে!
ঠিক ছিল, ছবিতে দেখা যাবে 'গুমরাহ'র জনপ্রিয় জুটি শ্রীদেবী আর সঞ্জয় দত্তকে। কিন্তু শ্রীর অকাল প্রয়াণে পুরো চিত্রটাই বদলে গেল! সেই সময়ে, প্রযোজনা সংস্থা ঠিক করে, শ্রীদেবীর জায়গায় কাস্ট করা হবে মাধুরী দীক্ষিতকে। রাজি হন মাধুরীও। কিন্তু প্রজেক্টে মাধুরী আসার পরই, হঠাৎ করে, কোনও কারণ না জানিয়েই ব্যাকআউট করলেন সঞ্জয়।
advertisement
advertisement
তা হলে এখন সঞ্জয়ের জায়গায় কার দেখা মিলবে? বিস্বস্ত সূত্রের খবর, '' প্রথমে অফার দেওয়া হবে অনিল কাপুরকে। কিন্তু এইমুহূর্তে তিনি একটা ডিজিটাল প্রজেক্টে ব্যস্ত! তাই ডেট দিতে পারবেন কীনা বোঝা যাচ্ছে না! পরের অপশন জ্যাকি শ্রফ!''
advertisement
ছবিতে রয়েছেন আলিয়া ভট্ট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপুরও। বরুণ ও আদিত্য এখানে দুই ভাই। মাধুরীকে দেখা যাবে আলিয়ার মায়ের চরিত্রে।
প্রথমদিকে শোনা যাচ্ছিল, ছবির নাম 'সিদ্দত'! কিন্তু করণ জোহর টুইট করেন-- ''ছবির নাম এখনও নিশ্চিত করা হয়নি। ফাইনাল হয়নি কাস্টিংও । এপ্রিলের মাঝ বরাবর ছবির শুটিং শুরু হবে।''
advertisement
এখন প্রশ্ন হল, শ্রীদেবীর বিপরীতে ছবিটা করতে তো বেশ উৎসাহিই ছিলেন 'মুন্না ভাই'! হঠাৎ কী হল? তা হলে কি প্রাক্তন প্রেমিকার সঙ্গে কাজ করতে চান না তিনি? ভয় পাচ্ছেন, যদি পুরনো প্রেম আবার উজিয়ে ওঠে?
প্রশ্নগুলো সহজ, উত্তরটাও জানা!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাধুরীর সঙ্গে কাজ করবেন না সঞ্জয়! বিকল্প অনিল কাপুর কিংবা জ্যাকি শ্রফ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement