TRENDING:

সলমন খানের ইদের জশনে মাস্ট জর্দা সিমাই

Last Updated:

সলমন খানের ইদের যশনে মাস্ট জর্দা সিমাই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রমজানের শেষে ইদ-কে অনেকেই যেমন বলেন খুশির ইদ, তেমনি অনেকেই বলেন 'মিষ্টি ইদ'! কারণ, এদিনের মেনুতে রাজ করে হরেক কিসিমের মিষ্টির পদ! হেঁশেলে হেঁশেলে সকাল থেকেই শুরু হয়ে যায় মিষ্টি বানানোর তোড়জোর! আর মিঠাইয়ের তালিকায় সবথেকে উপরে থাকে সিমাইয়ের নাম। সিমাই ছাড়া ইদ, এককথায় অসম্পূর্ণ! ক্ষীর বানালেও যেমন অতুলনীয়, গাওয়া ঘিয়ে ভেজে, চিনির রস আর ড্রাই ফ্রুটস ছড়ানো শুকনো  সিমাইও লা-জবাব!
advertisement

বলিটাউনের 'ভাইজান' সলমানের 'ভিক্টোরিয়া অ্যাপার্টমেন্ট'-এ ইদের জশন-এ মাস্ট জর্দা সিমাই! সেই আসরে আপনার নেমন্তন্ন নাই থাক! কুছ পরোয়া নেহি!  নিজেই বানিয়ে ফেলুন জর্দা সিমাই! খুব সহজ! সময় লাগবে এই ২০ মিনিটের মতো! ৪ জনের জন্য বানাতে লাগবে ৫০০ গ্রাম সিমাই, অর্ধেক চা-চামচ জাফরান, ২ টেবিলচামচ গোলাপ জল, ৩০০ গ্রাম ঘি। ৪টে দারচনির কাঠি, ৩টে ছোট এলাচ, ২টো তেজপাতা, ১কেজি চিনি, অর্ধেক কাপ গুঁড়ো দুধ আর ২ কাপ পেস্তা কুচি।

advertisement

এবার, শুকনো কড়াইয়ে সিমাই ভেজে তুলে নিন। একটি কাপে গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। অন্যদিকে একটি পাত্রে জল গরম করুন। ফুটতে শুরু করলে ভেজে রাখা সিমাই দিন। নরম হয়ে এলেই তুলে নিয়ে, ঝাঝরিতে ঢেলে জল ঝরিয়ে নিন। তারপর কল খুলে ঠান্ডা জলের নীচে মিনিট ২-৩ রেখে, জল ঝরিয়ে, শুকোতে দিন।

কড়াইয়ে ঘি গরম করে এলান, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিন। ফুটতে শুরু করলে, আঁচ থেকে সরিয়ে একে একে সিমাই, চিনি, গুঁড়ো দুধ, পেস্তা কুচি, জাফরান দিয়ে ফের আঁচে বসান। মাঝারি আঁচে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। লক্ষ্য রাখবেন, সিমাই যেন গলে না যায়!

advertisement

সলমনের ইদ রিলিজ 'রেস থ্রি' দেখতে দেখতে যখন জর্দা সিমাইয়ের চামচটা মুখে তুলবেন, মনে হবে...কে ভাই সলমন? আকাশে প্যারাগ্লাইডিং তো সবাই করতে পারে! আমি স্পেসে প্যারাগ্লাইডিং করব!

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

আরও পড়ুন-ইদের খানাপিনা: আকবরের প্রিয় আকবর-ই-গোস্ত-এর রেসিপি

বাংলা খবর/ খবর/রেসিপি/
সলমন খানের ইদের জশনে মাস্ট জর্দা সিমাই