আরও পড়ুন : Rabindranath Tagore : বাঙালির 'প্রাণের ঠাকুর' রবীন্দ্রনাথ
তাঁর অনবদ্য সৃষ্টি বিন্দুর ছেলে, রামের সুমতি, মেজদিদি, শ্রীনাথ বহুরূপী, মহেশ, পল্লীসমাজ, দেবদাস, শ্রীকান্ত প্রতিটি চরিত্রের মধ্যেই মিশে রয়েছে বাঙালির চিরন্তন চেতনা ৷ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে এক অসাধারণ সৃষ্টি ৷
advertisement
শ্রীকান্তের মত পরের জন্য যার হৃদয় কাঁদে, শ্রীনাথ বহুরূপী হয়ে মানুষের মনোরঞ্জন করতে করতে নিজের জীবনের সমস্ত রঙ হারিয়েছে, এক অভাগা মা বিন্দুর জীবনের বারোমাস্যা, এক অবলা প্রাণীর জীবনের আর্তি নিয়েই মহেশ রেঙে উঠেছে, ভাগ্যের কাছে পরিহাস ৷ নিঠুর বাস্তবকে সঙ্গী করে অন্ধকারে মিশে যাওয়ার কাহিনিই দেবদাস ৷
আরও পড়ুন : যন্ত্রণাই যখন জন্ম দিয়েছে একাধিক সৃষ্টির . . .
কখনও মহিমের মত ধীর, স্থির ও শান্ত, নির্লিপ্ত মানসিকতা তো কখনও সুরেশের মত বিচক্ষণতা, ইন্দ্রনাথের মত মহান চরিত্র ৷ এই সবই সৃষ্টি করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৷ তিনি বাঙালির মননের চিরসঙ্গী ৷