পুলওয়ামা শহীদ জওয়ানদের তিনি যেমন শ্রদ্ধা জানাবেন, পাশাপাশি যে সমস্ত সেনা কর্মীরা দেশের জন্য নিয়মিত আত্মত্যাগ করেন, নিয়মিত নিজেদের আত্মাহুতি দেন, তাদের সকলকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিয়েছেন পেশায় ঘুগনি বিক্রেতা শ্যামাপদ শর্মা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে, তিনি 'যুদ্ধ নয় শান্তি চাই', এই বার্তাকে সঙ্গী করে রাস্তায় নেমেছেন। শ্যামাপদ বাবু জানিয়েছেন, এই যাত্রা সম্পূর্ণ করতে তার প্রায় ছয় মাস সময় লাগবে। সেই সময়ের মধ্যে তিনি বিভিন্ন জায়গায় পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। পুলওয়ামা শহীদ বেদীতেও পুষ্প অর্পণ করবেন তিনি। তাছাড়া বুদ্ধগয়ায় তিনি পুষ্প অর্পণ করবেন। তিনি চান দেশের মাটি থেকে যাতে আন্তর্জাতিক মঞ্চে তার এই যুদ্ধ থামানোর আর্জি পৌঁছে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে পরিমাণ জীবনহানি, সম্পদহানি হচ্ছে, তা যাতে অবিলম্বে বন্ধ হয়, সেই আশাতেই অভিনব উদ্যোগ নিয়েছেন এই ঘুগনি বিক্রেতা।
advertisement
Nayan Ghosh