যন্ত্রণাই যখন জন্ম দিয়েছে একাধিক সৃষ্টির . . .

Last Updated:

অন্ধকারে এসেছিলাম থাকতে আলো যাই চলে ৷ ঘন কালো অন্ধকারে আলোর অন্য নাম কাজী নজরুল ইসলাম

#কলকাতা: অন্ধকারে এসেছিলাম, থাকতে আলো যাই চলে ৷ ঘন কালো অন্ধকারে আলোর অন্য নাম কাজী নজরুল ইসলাম ৷ তিনি কাজী নন, ইসলাম নন, আমাদের চেতনার ফুল আমাদেরই প্রিয় কবি নজরুল ৷ জীবনের ওঠা-পড়া, ভাঙা-গড়া, জীবনকে প্রত্যক্ষ করেছিলেন এক অন্য দর্পনে ৷ একটু একটু করে দুঃখ ও কষ্ট জমে জমে আকার নিয়েছে এক পর্বতের ৷
প্রবল দারিদ্র, হাহাকার, সামাজিক বৈষম এই সবের বিরুদ্ধেই কলম ধরেছিলেন তিনি ৷ তাঁর লেখনিতে আছে প্রেম, বিরহ, ভাললাগা, মন্দলাগা, মৃত্যু চেতনা ৷ তবে প্রতিটি ক্ষেত্রেই সাধারণ খেটে খাওয়া মানুষের হয়ে তিনি চোখের জল ফেলেছেন ৷ গাহি তাহাদের গান ধরণীর হাতে এনে দিল ফসলের ফরমান, শ্রম কিণাঙ্ক কঠিন যাঁদের মুঠি তলে তস্ত্রা ধরণী দেয় নজরানা ডালি ভরে ফুলে ফলে ৷
advertisement
advertisement
মানুষের জন্য অনেক আন্দোলন করেছেন নিজের জন্য কখনও ভাবেননি রাখেননিও ৷ জাহান্নাম অর্থাৎ নরকের মানুষকে ভালবেসে জাহান্নামের আগুনে বসে হেসেছেন পুষ্পের হাসি ৷ তাঁর জীবনের সঞ্চিত দুঃখই হয়েছে সঞ্চিতা ৷ প্রদীপের সলতের মত একটু একটু করে পুড়েছেন ৷ রেখে গিয়েছেন তাঁর অমর সৃষ্টি শুধুমাত্র মানুষের জন্যই ৷
বাংলা খবর/ খবর/ফিচার/
যন্ত্রণাই যখন জন্ম দিয়েছে একাধিক সৃষ্টির . . .
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement