যন্ত্রণাই যখন জন্ম দিয়েছে একাধিক সৃষ্টির . . .

Last Updated:

অন্ধকারে এসেছিলাম থাকতে আলো যাই চলে ৷ ঘন কালো অন্ধকারে আলোর অন্য নাম কাজী নজরুল ইসলাম

#কলকাতা: অন্ধকারে এসেছিলাম, থাকতে আলো যাই চলে ৷ ঘন কালো অন্ধকারে আলোর অন্য নাম কাজী নজরুল ইসলাম ৷ তিনি কাজী নন, ইসলাম নন, আমাদের চেতনার ফুল আমাদেরই প্রিয় কবি নজরুল ৷ জীবনের ওঠা-পড়া, ভাঙা-গড়া, জীবনকে প্রত্যক্ষ করেছিলেন এক অন্য দর্পনে ৷ একটু একটু করে দুঃখ ও কষ্ট জমে জমে আকার নিয়েছে এক পর্বতের ৷
প্রবল দারিদ্র, হাহাকার, সামাজিক বৈষম এই সবের বিরুদ্ধেই কলম ধরেছিলেন তিনি ৷ তাঁর লেখনিতে আছে প্রেম, বিরহ, ভাললাগা, মন্দলাগা, মৃত্যু চেতনা ৷ তবে প্রতিটি ক্ষেত্রেই সাধারণ খেটে খাওয়া মানুষের হয়ে তিনি চোখের জল ফেলেছেন ৷ গাহি তাহাদের গান ধরণীর হাতে এনে দিল ফসলের ফরমান, শ্রম কিণাঙ্ক কঠিন যাঁদের মুঠি তলে তস্ত্রা ধরণী দেয় নজরানা ডালি ভরে ফুলে ফলে ৷
advertisement
advertisement
মানুষের জন্য অনেক আন্দোলন করেছেন নিজের জন্য কখনও ভাবেননি রাখেননিও ৷ জাহান্নাম অর্থাৎ নরকের মানুষকে ভালবেসে জাহান্নামের আগুনে বসে হেসেছেন পুষ্পের হাসি ৷ তাঁর জীবনের সঞ্চিত দুঃখই হয়েছে সঞ্চিতা ৷ প্রদীপের সলতের মত একটু একটু করে পুড়েছেন ৷ রেখে গিয়েছেন তাঁর অমর সৃষ্টি শুধুমাত্র মানুষের জন্যই ৷
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
যন্ত্রণাই যখন জন্ম দিয়েছে একাধিক সৃষ্টির . . .
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement