Rabindranath Tagore : বাঙালির 'প্রাণের ঠাকুর' রবীন্দ্রনাথ

Last Updated:

বাঙালির চেতনার অন্য নাম রবীন্দ্রনাথ

#কলকাতা: বাঙালির চেতনার অন্য নাম রবীন্দ্রনাথ ৷ হাসিখুশি থেকে সহজপাঠ, কাবুলিওয়ালা থেকে শাস্তি, চোখের বালি থেকে ঘরে বাইরে এছাড়াও শ্যামা, চিত্রাঙ্গদা, ছিন্নপত্রাবলী, বাঙালির প্রাথমিক চাহিদায় রবীন্দ্রনাথ আজ এক সমার্থক নাম ৷ ছোট থেকে বড় সব বয়সীদের কাছেই তিনি অত্যন্ত প্রিয় প্রাণের ঠাকুর ৷ এবার ঠাকুর পুজো কে, কীভাবে করবে তা নির্ভর করছে একদমই তাঁদেরই উপর ৷
বেলা, রথী, রাণু (রানি), মীরা, শমী রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চসন্তান ৷ জীবনের প্রতিটি মুহূর্তে তিনি পেয়েছেন দুঃখ অপার ৷ বাবা, মা, দাদা, বউদি, স্ত্রী, সন্তানের মৃত্যু তাঁর মনকে ভারাক্রান্ত করেছে কিন্তু তাঁর জীবন দর্শন বা জীবনের গতিকে স্তব্ধ করতে পারেনি ৷ ইন্দিরাদেবীর মৃত্যু তাঁকে গভীর ভাবে মর্মাহত করে ছিল ৷ দুঃখের আঘাতকে তিনি জীবন দেবতার প্রেম বলে মানতেন ৷ জীবনের যন্ত্রণার উদ্দেশে তাঁর বার্তা যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে ৷
advertisement
advertisement
এমন এই প্রথা বিরুদ্ধ ব্যক্তিত্ব আস্তে আস্তে বাঙালির কাছে মনের ঠাকুর, প্রাণের ঠাকুরের পরিণত হয়েছে ৷ শান্তিনিকেতনের প্রতিটি ইঁট কাঠ পাথরে রবীন্দ্র ছোঁয়ায় ভরে উঠেছে এক নতুন সমাজের ৷ এক নতুন দিগন্তের ৷ আসলে রবীন্দ্রনাথ এমন এক আকর্ষণ যাঁর কাছে থেকে অজানা করাণে দূরে সরে গিয়ে ফিরে আসতে হয় এক চেনা, জানা কারণে ৷ বাঙালির কোনও অনুষ্ঠানই রবীন্দ্রনাথকে ছেড়ে সম্পন্ন হওয়া সম্ভব নয় ৷ রবীন্দ্রনাথ আমার, আপনার, সবার ৷
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
Rabindranath Tagore : বাঙালির 'প্রাণের ঠাকুর' রবীন্দ্রনাথ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement