Rabindranath Tagore : বাঙালির 'প্রাণের ঠাকুর' রবীন্দ্রনাথ

Last Updated:

বাঙালির চেতনার অন্য নাম রবীন্দ্রনাথ

#কলকাতা: বাঙালির চেতনার অন্য নাম রবীন্দ্রনাথ ৷ হাসিখুশি থেকে সহজপাঠ, কাবুলিওয়ালা থেকে শাস্তি, চোখের বালি থেকে ঘরে বাইরে এছাড়াও শ্যামা, চিত্রাঙ্গদা, ছিন্নপত্রাবলী, বাঙালির প্রাথমিক চাহিদায় রবীন্দ্রনাথ আজ এক সমার্থক নাম ৷ ছোট থেকে বড় সব বয়সীদের কাছেই তিনি অত্যন্ত প্রিয় প্রাণের ঠাকুর ৷ এবার ঠাকুর পুজো কে, কীভাবে করবে তা নির্ভর করছে একদমই তাঁদেরই উপর ৷
বেলা, রথী, রাণু (রানি), মীরা, শমী রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চসন্তান ৷ জীবনের প্রতিটি মুহূর্তে তিনি পেয়েছেন দুঃখ অপার ৷ বাবা, মা, দাদা, বউদি, স্ত্রী, সন্তানের মৃত্যু তাঁর মনকে ভারাক্রান্ত করেছে কিন্তু তাঁর জীবন দর্শন বা জীবনের গতিকে স্তব্ধ করতে পারেনি ৷ ইন্দিরাদেবীর মৃত্যু তাঁকে গভীর ভাবে মর্মাহত করে ছিল ৷ দুঃখের আঘাতকে তিনি জীবন দেবতার প্রেম বলে মানতেন ৷ জীবনের যন্ত্রণার উদ্দেশে তাঁর বার্তা যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে ৷
advertisement
advertisement
এমন এই প্রথা বিরুদ্ধ ব্যক্তিত্ব আস্তে আস্তে বাঙালির কাছে মনের ঠাকুর, প্রাণের ঠাকুরের পরিণত হয়েছে ৷ শান্তিনিকেতনের প্রতিটি ইঁট কাঠ পাথরে রবীন্দ্র ছোঁয়ায় ভরে উঠেছে এক নতুন সমাজের ৷ এক নতুন দিগন্তের ৷ আসলে রবীন্দ্রনাথ এমন এক আকর্ষণ যাঁর কাছে থেকে অজানা করাণে দূরে সরে গিয়ে ফিরে আসতে হয় এক চেনা, জানা কারণে ৷ বাঙালির কোনও অনুষ্ঠানই রবীন্দ্রনাথকে ছেড়ে সম্পন্ন হওয়া সম্ভব নয় ৷ রবীন্দ্রনাথ আমার, আপনার, সবার ৷
বাংলা খবর/ খবর/ফিচার/
Rabindranath Tagore : বাঙালির 'প্রাণের ঠাকুর' রবীন্দ্রনাথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement