যন্ত্রণাই যখন জন্ম দিয়েছে একাধিক সৃষ্টির . . .

Last Updated:

অন্ধকারে এসেছিলাম থাকতে আলো যাই চলে ৷ ঘন কালো অন্ধকারে আলোর অন্য নাম কাজী নজরুল ইসলাম

#কলকাতা: অন্ধকারে এসেছিলাম, থাকতে আলো যাই চলে ৷ ঘন কালো অন্ধকারে আলোর অন্য নাম কাজী নজরুল ইসলাম ৷ তিনি কাজী নন, ইসলাম নন, আমাদের চেতনার ফুল আমাদেরই প্রিয় কবি নজরুল ৷ জীবনের ওঠা-পড়া, ভাঙা-গড়া, জীবনকে প্রত্যক্ষ করেছিলেন এক অন্য দর্পনে ৷ একটু একটু করে দুঃখ ও কষ্ট জমে জমে আকার নিয়েছে এক পর্বতের ৷
প্রবল দারিদ্র, হাহাকার, সামাজিক বৈষম এই সবের বিরুদ্ধেই কলম ধরেছিলেন তিনি ৷ তাঁর লেখনিতে আছে প্রেম, বিরহ, ভাললাগা, মন্দলাগা, মৃত্যু চেতনা ৷ তবে প্রতিটি ক্ষেত্রেই সাধারণ খেটে খাওয়া মানুষের হয়ে তিনি চোখের জল ফেলেছেন ৷ গাহি তাহাদের গান ধরণীর হাতে এনে দিল ফসলের ফরমান, শ্রম কিণাঙ্ক কঠিন যাঁদের মুঠি তলে তস্ত্রা ধরণী দেয় নজরানা ডালি ভরে ফুলে ফলে ৷
advertisement
advertisement
মানুষের জন্য অনেক আন্দোলন করেছেন নিজের জন্য কখনও ভাবেননি রাখেননিও ৷ জাহান্নাম অর্থাৎ নরকের মানুষকে ভালবেসে জাহান্নামের আগুনে বসে হেসেছেন পুষ্পের হাসি ৷ তাঁর জীবনের সঞ্চিত দুঃখই হয়েছে সঞ্চিতা ৷ প্রদীপের সলতের মত একটু একটু করে পুড়েছেন ৷ রেখে গিয়েছেন তাঁর অমর সৃষ্টি শুধুমাত্র মানুষের জন্যই ৷
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
যন্ত্রণাই যখন জন্ম দিয়েছে একাধিক সৃষ্টির . . .
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement