TRENDING:

প্রেমিকের পছন্দ হয়নি সেলফি, খুন প্রেমিকা !

Last Updated:

প্রেমিকের তাক করা বন্দুকের নিশানায় সেলফি। স্ন্যাপচ্যাটে এমনই কিছু অস্বস্তিকর ছবি আপলোড করেছিলেন প্রেমিকা। আর তারপরই গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেল ২১ বছরের যুবতীর। মৃত যুবতীর নাম স্টিফানি হার্নান্ডেজ। পুলিশ তার প্রেমিককে গ্রেফতার করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: প্রেমিকের তাক করা বন্দুকের নিশানায় সেলফি। স্ন্যাপচ্যাটে এমনই কিছু অস্বস্তিকর ছবি আপলোড করেছিলেন প্রেমিকা। আর তারপরই গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেল ২১ বছরের যুবতীর। মৃত যুবতীর নাম স্টিফানি হার্নান্ডেজ। পুলিশ তার প্রেমিককে গ্রেফতার করেছে।
advertisement

সন্ধে সাড়ে ৭ টা নাগাদ পুলিশ ওই যুবতীর বাড়ি থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে। তার মাথার একপাশে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। তার প্রেমিক রাফায়েল গঞ্জালেজকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ওই যুবক জানিয়েছে আচমকা গুলি চলে যায়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খুন করা হয়নি। তারা প্রায়ই এইভাবে বন্দুক নিয়ে খেলা করত বলে জানিয়েছে ওই যুবক। ওই যুবতীর দুই মেয়ে আছে বলে জানা গিয়েছে। ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে পরিবারের লোকজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/আই ক্যাচার/
প্রেমিকের পছন্দ হয়নি সেলফি, খুন প্রেমিকা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল