দুর্গাপুর শিল্পাঞ্চলে বিশেষভাবে সক্ষম প্রকাশ নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন খোল - তবলা'র তালে। কানে না শুনেও তাঁর পারদর্শিতা সহ দক্ষতা দেখে চক্ষু চড়কগাছ তবলিয়া সহ সঙ্গীত শিল্পীদের(Artists)। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়েছে তাঁর মনোবল। বর্তমানে একাকীত্ব জীবনযাপনের মধ্যেই পূর্বপুরুষের জীবিকাকে(Livelihood) জীবিত রেখেছেন তিনি। দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় রয়েছে প্রকাশবাবুর খোল - তবলা তৈরীর ও মেরামতি'র একটি ছোট্ট টিনের চালের দোকান ঘর। ৪ ফুট বাই ৭ ফুটের ওই দোকানঘরেই তাঁর বসবাস। বাড়িঘর নেই তাঁর। তাঁর বাবা নেপাল রুইদাস পূর্বপুরুষ ধরে খোল - তবলা তৈরীর ও মেরামতির কাজ করতেন। তাঁর দোকান ছিল ওই বাজার এলাকায়।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,প্রায় ২০ বছর আগে শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়। প্রকাশবাবুর মা গীতা রুইদাস বার্ধক্যজনিত কারণে গত প্রায় ৪ বছর আগে পরলোকগমন করেন। প্রকাশবাবু ও তাঁর একমাত্র বোন ববি রুইদাস জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। বোন বর্তমানে বিবাহিতা। কিন্তু প্রকাশবাবু এখনও অবিবাহিত। ভিড়ে ঠাসা জনবহুল বাজারে যানবাহনের শব্দের মধ্যে পরিবার পরিজন হারা প্রকাশবাবু দোকানঘরে বসে নিঃশব্দ পৃথিবী দেখেন। আশপাশের ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দাদের ওপর ভরসা করেই গ্রাহকদের সাথে করেন লেনদেন। এই ভাবেই দীর্ঘ ২০ বছর পার হয়ে গিয়েছে তাঁর।
Nayan Ghosh