Paschim Bardhaman: জাতীয় সড়ক সংলগ্ন অন্ডাল বাজারে নরক যন্ত্রণা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ওপর দিয়ে চলে গিয়েছে দু নম্বর জাতীয় সড়ক (National Highway 2)। ২৪ ঘন্টা চলছে গাড়ির যাতায়াত। সেই জাতীয় সড়কের নিচে থাকা সাবওয়ের অবস্থা বেহাল (NH2)।
অন্ডাল, পশ্চিম বর্ধমান : ওপর দিয়ে চলে গিয়েছে দু নম্বর জাতীয় সড়ক (National Highway 2)। ২৪ ঘন্টা চলছে গাড়ির যাতায়াত। সেই জাতীয় সড়কের নিচে থাকা সাবওয়ের অবস্থা বেহাল (NH2)। প্রথমত সাবওয়ে ভরেছে বড় বড় খানাখন্দে। তার ওপর সেখানে এসে জমা হচ্ছে নর্দমার জল। দুর্গন্ধযুক্ত নর্দমার জলে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। প্রতিদিন সেই দুর্গন্ধময় জল টপকে যাতায়াত করতে হচ্ছে অন্ডালের বাসিন্দাদের। দু'নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অন্ডাল বাজারের (Andal Market) কাছে যে সাবওয়েটি রয়েছে, সেখানেই দেখা দিয়েছে এই গুরুতর সমস্যা। জাতীয় সড়কের নিচে থাকা এই সাবওয়ে দিয়ে কয়েক হাজার গাড়ি নিত্যদিন যাতায়াত করে। বহু মানুষ হেঁটে পারাপার করেন এই রাস্তা। কিন্তু বর্তমানে সকলকেই দুর্গন্ধময় নালার জল টপকে যাতায়াত করতে হচ্ছে। দুর্গন্ধের জেরে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। তার ওপর রয়েছে সাবওয়ের ওপর খানাখন্দ। দুই মিলিয়ে নিত্যদিন নাজেহাল হয়ে যাচ্ছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী, বাইক চালক, গাড়ি চালক, এমনকি বাস-স্ট্যান্ডে অপেক্ষা করা যাত্রীরাও। সকলেই চাইছেন দ্রুত সমস্যার সমাধান হোক। জাতীয় সড়কের নিচে থাকা গুরুত্বপূর্ণ সাবওয়ে মেরামতের দিকে নজর দিক কর্তৃপক্ষ। পাশাপাশি নর্দমার জল যাতে রাস্তার ওপর উঠে না আসে, সেদিকেও কর্তৃপক্ষকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা (Andal)। তাছাড়াও বর্তমান এই পরিস্থিতির জন্য ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় কিছু মানুষ। যদিও এই ব্যাপারে স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) জানিয়েছেন, এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই রাস্তা মেরামতের কাজ করা হবে। পাশাপাশি নর্দমা ঢেকে দেওয়ার কাজ শুরু হবে।
Location :
First Published :
April 25, 2022 12:14 PM IST