West Burdwan News : তিনদিনের ট্রেনিংয়ে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ CMERI এর

Last Updated:

তিনদিনের জন্য আয়োজিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাত্র এক হাজার টাকা ফি দিলেই পাওয়া যাবে সুযোগ।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : পড়ুয়াদের স্কিল ডেভলপমেন্টের(skill Development) সুযোগ দিচ্ছে একটি কেন্দ্রীয় সংস্থা। দুর্গাপুরের(Durgapur) সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI), কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) যৌথ উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছে। তিন দিনের জন্য একটি বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে অ্যানালিটিক্যাল টেকনিক অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ফর ওয়াটার কোয়ালিটি অ্যাসেসমেন্ট বিষয়ের ওপর।
উল্লেখ্য, দুর্গাপুরে থাকা কেন্দ্রীয় সংস্থা সিএমআরআই জল পরিশোধন, জল দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে বেশ কিছু গবেষণা এবং কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে বেশ কয়েকটি প্রযুক্তি আবিষ্কার করেছে সংস্থাটি। যার মধ্যে বেশকিছু যন্ত্র বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। সেই কাজে আরও গতি আনতে এবার পড়ুয়াদের কাজে লাগাতে চায় সংস্থাটি। তার জন্য একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
advertisement
কারা পাবেন এই সুযোগ-
দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়াদের জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে। যে কোনও বিশ্ববিদ্যালয় বা যে কোন কলেজের পড়ুয়ারা এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন।
advertisement
যোগদান করতে খরচ কত-
২. তিনদিনের জন্য আয়োজিত এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে মাত্র এক হাজার টাকা ফি দিতে হবে। তাহলেই পাওয়া যাবে সুযোগ।
বয়সের কোনও সীমারেখা আছে কিনা-
৩. অংশগ্রহণের জন্য প্রাপ্ত নম্বর বা বয়সের কোনও সীমা রাখা হয়নি।
advertisement
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা-
৪. এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য পড়ুয়াদের পলিটেকনিক ডিপ্লোমা, ব্যাচেলর অথবা মাস্টার ডিগ্রীধারী বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবেন।
কর্মশালার তারিখ-
৫. চলতি মাসের ২৭ থেকে ২৯ এপ্রিল, এই তিনদিনের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
কর্মশালার বিষয়বস্তূ-
. মূলত জল সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি, যেমন ওয়াটার কনজারভেশন, ওয়াটার পলিউশন, ওয়াটার কোয়ালিটি প্যারামিটার ফর ড্রিংকিং অ্যান্ড ওয়েস্টেজ ওয়াটার ইত্যাদি বিষয়ে সচেতন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
advertisement
এই ট্রেনিংয়ের মধ্যে জলের গুণগত মান পরীক্ষা করার প্রশিক্ষণ হাতে-কলমে দেওয়া হবে। পাশাপাশি জলের গুনগতমান করার জন্য যে সমস্ত ধাপগুলি রয়েছে, অর্থাৎ পর্যবেক্ষণ, ল্যাবরেটরী টেষ্ট, ডাটা কালেকশন - ইত্যাদি বিষয়েও প্রাথমিক জ্ঞান প্রদান করা হবে।
কীভাবে যোগাযোগ করা যাবে কর্মশালায় যোগ দিতে-
১০. যদি এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে কোনও পড়ুয়া যোগদান করতে চান, তাহলে মেইল করে রেজিস্ট্রেশন করতে হবে। তখনই ফি জমা দেওয়া এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে। রেজিস্ট্রেশন করতে হলে যোগাযোগ করতে হবে নীচে দেওয়া মেইল আইডিতে।
advertisement
১. Dr. Biswajit Ruj, Chief Scientist
bruj@cmeri.res.in
২. Dr. RR Sahoo, Head and Principal Scientist Environmental Engineering Group
rr_sahoo@cmeri.res.in
একনজরে দেখে নেওয়া যাক এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ অংশগ্রহণ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য -
• তিন দিনের জন্য আয়োজন করা হয়েছে এই সিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের।
• সিআইএসআর (CISR) এবং সিএমআরআই(CMERI) যৌথ উদ্যোগে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে।
advertisement
• ২৭ থেকে ২৯ এপ্রিল তিন দিনের জন্য হবে ট্রেনিং।দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ যেকোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন।
• তবে এক্ষেত্রে সুযোগ পাবেন শুধুমাত্র বিজ্ঞান বিভাগ এবং ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা।
• কোর্স ফি দিতে হবে মাত্র ১০০০ টাকা।
• মেইল আইডিতে সমস্ত তথ্য পাঠিয়ে করতে হবে রেজিষ্ট্রেশন।
advertisement
• জল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে শিক্ষামূলক সেমিনার এবং ব্যবহারিক ক্লাস করার সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের।
গুরুত্বপূর্ণ ভাবে যে সমস্ত পড়ুয়াদের কোভিডের লক্ষণ থাকবে, তারা এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি অংশগ্রহণকারীদের ভ্যাক্সিনেশনের ফাইনাল সার্টিফিকেট দেখাতে হবে।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/durgapur/
West Burdwan News : তিনদিনের ট্রেনিংয়ে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ CMERI এর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement