আমেরিকায় উচ্চ ডিগ্রির জন্য খরচ ক্রমেই ব্যয়সাধ্য হয়ে উঠছে। ফলে অনেকের স্বপ্নই থেকে যাচ্ছে অধরা। ইউনিভার্সিটির পথে পা দিচ্ছেন না অনেকেই।২০১১ সালে পাশ করেছেন তিনি। হতাশ স্টিফ্যানি জানিয়েছেন, তাঁর সার্টিফিকেটটা একেবারেই ব্র্যান্ড নিউ, অব্যবহৃত অবস্থায় রয়েছে। সেই সার্টিফিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা স্মৃতি, এমন কথাও বলেছেন স্টিফ্যানি।
যিনি এই সার্টিফিকেট কিনবেন তাঁকে সেই চারবছরের স্মৃতিও উপহার দেবেন স্টিফ্যানি। ক্রেতাকে নিয়ে গিয়ে দেখাবেন, কোথায় তাঁরা পার্টি করতেন। নিয়ে যাবেন ইউনিভার্সিটিতে। দেখাবেন বিল্ডিংয়ের বিভিন্ন অংশ, থিয়েটার শো, ফুটবল ম্যাচ সহ নানা জিনিস। হতাশ স্টিফ্যানি বলেছেন, ‘একটা কাগজের জন্য চার বছর ধরে পড়াশোনা করে টাকা ও সময় নষ্ট করার কী দরকার? তার থেকে কিনে নিন আমার সার্টিফিকেটটাই।”
advertisement
Location :
First Published :
August 28, 2015 11:53 AM IST