TRENDING:

e-bay তে নিজের ডিগ্রিই বেঁচে দিলেন তরুণী!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন:  আজকাল প্রচলিত একটা কথাই আছে  ‘ওএলএক্স মে বেচ ডাল’ ৷ নিজের পুরনো সামগ্রী বা অপ্রয়োজনীয় জিনিস বিভিন্ন ওয়েবসাইটে মানুষ বিক্রি করে থাকেন৷ তার জন্য প্রয়োজন হয় শুধুমাত্র কয়েকটা ছবি এবং সেই সামগ্রীর কিছু বিবরণ৷ কিন্তু নিজের ডিগ্রিকেই কেউ সাইটে বিক্রির জন্য বিজ্ঞাপন দেবেন, এমনটা হয়তো ঠিক কল্পনা করাও সম্ভব নয়৷ কিন্তু সম্প্রতি এমন অদ্ভূত কাণ্ডই ঘটিয়েছেন এক ব্রিটিশ তরুণী৷ ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরেও চাকরি পাননি স্টিফ্যানি রিটার৷ তাই শেষপর্যন্ত নিজের ‘অপ্রয়োজনীয়’ ডিগ্রিকে e-bay সাইটে বিক্রির জন্য পোস্ট করতে বাধ্য হলেন তিনি৷
advertisement

আমেরিকায় উচ্চ ডিগ্রির জন্য খরচ ক্রমেই ব্যয়সাধ্য হয়ে উঠছে। ফলে অনেকের স্বপ্নই থেকে যাচ্ছে অধরা। ইউনিভার্সিটির পথে পা দিচ্ছেন না অনেকেই।২০১১ সালে পাশ করেছেন তিনি। হতাশ স্টিফ্যানি জানিয়েছেন, তাঁর সার্টিফিকেটটা একেবারেই ব্র্যান্ড নিউ, অব্যবহৃত অবস্থায় রয়েছে। সেই সার্টিফিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা স্মৃতি, এমন কথাও বলেছেন স্টিফ্যানি।

যিনি এই সার্টিফিকেট কিনবেন তাঁকে সেই চারবছরের স্মৃতিও উপহার দেবেন স্টিফ্যানি। ক্রেতাকে নিয়ে গিয়ে দেখাবেন, কোথায় তাঁরা পার্টি করতেন। নিয়ে যাবেন ইউনিভার্সিটিতে। দেখাবেন বিল্ডিংয়ের বিভিন্ন অংশ, থিয়েটার শো, ফুটবল ম্যাচ সহ নানা জিনিস। হতাশ স্টিফ্যানি বলেছেন, ‘একটা কাগজের জন্য চার বছর ধরে পড়াশোনা করে টাকা ও সময় নষ্ট করার কী দরকার? তার থেকে কিনে নিন আমার সার্টিফিকেটটাই।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/আই ক্যাচার/
e-bay তে নিজের ডিগ্রিই বেঁচে দিলেন তরুণী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল