TRENDING:

প্লুটোর ছবিতে ধরা পড়ল সাপের চামড়া !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: ফের নাসার ক্যামেরায় ধরা পড়ল প্লুটোর কিছু অভিনব ছবি। এবার দেখা গেল নাসার পৃষ্ঠ অনেকটা সাপের চামড়ার মত দেখতে। এই ছবি থেকে প্লুটো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে মনে করছেন গবেষকরা।
advertisement

ওয়াশিংটন ইউনিভার্সিটির সেন্ট লুইস জানান, এই ধরনের ভূ-পৃষ্ঠ সম্পূর্ণ নতুন ধরনের। কয়েকশো মাইল জুড়ে ভূ-পৃষ্ঠের চেহারাটা এমনই। গাছের ছাল, ড্রাগন কিংবা সাপের চামড়ার মত দেখতে এই স্তর। বর্তমানে আরও অনেক ভালো রেজোলিউশনের প্লুটোর ছবি আসছে নাসার হাতে। প্লুটোর পৃষ্ঠের নানা রঙ ধরা পড়ছে সেই ক্যামেরায়। এই ছবি থেকে প্লুটো নিয়ে গবেষণার নতুন দিক উন্মুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুঘল থেকে সুলতানি, হাতির দাঁতের বাক্স থেকে চাঁদির মুদ্রা, সবই রয়েছে মালদহের যুবকের বাড়িতে!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/আই ক্যাচার/
প্লুটোর ছবিতে ধরা পড়ল সাপের চামড়া !