ওয়াশিংটন ইউনিভার্সিটির সেন্ট লুইস জানান, এই ধরনের ভূ-পৃষ্ঠ সম্পূর্ণ নতুন ধরনের। কয়েকশো মাইল জুড়ে ভূ-পৃষ্ঠের চেহারাটা এমনই। গাছের ছাল, ড্রাগন কিংবা সাপের চামড়ার মত দেখতে এই স্তর। বর্তমানে আরও অনেক ভালো রেজোলিউশনের প্লুটোর ছবি আসছে নাসার হাতে। প্লুটোর পৃষ্ঠের নানা রঙ ধরা পড়ছে সেই ক্যামেরায়। এই ছবি থেকে প্লুটো নিয়ে গবেষণার নতুন দিক উন্মুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
Location :
First Published :
September 25, 2015 6:17 PM IST