TRENDING:

টাকা লোপাট করে ফেরার ২৫ বছরের সুন্দরী মেয়র !

Last Updated:

ব্রাজিলের সুন্দরী মেয়র টাকা লোপাট করে ফেরার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রিও দি জেনেইরো: লিদিয়ানে লেইতে৷ কে এই বছর পঁচিশের সুন্দরী? দেখে মনে হবে যেন কোনও মডেল বা অভিনেত্রী৷ বিভিন্ন পোজে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করাই তাঁর হবি৷ কিন্তু তিনি কোনও সাধারণ মানুষ নন৷ লিদিয়ানে ব্রাজিলের এক শহরের মেয়র৷ কিন্তু এখানেই ঘটেছে বিপদ৷ নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করতে অভ্যস্ত ভুলেই গিয়েছিলেন তিনি একজন জনপ্রতিনিধি৷ স্কুল ফান্ড থেকে টাকা সরিয়ে বড় মাপের আর্থিক কেলেঙ্কারি করে বসলেন তিনি৷ ফান্ড থেকে এত টাকা তিনি সরিয়েছেন যে, শিক্ষকরা মাইনে পর্যন্ত পাচ্ছেন না৷ এমন অবস্থায় লিদিয়ানের ফেসবুকে পোস্ট, ‘মেয়র হওয়ার আগে আমি গরিব ছিলাম। আগে আমার ছিল পুরনো একটা ল্যান্ড রোভার, এখন আছে টয়োটা এস-৪। আমার এখন আর টাকার অভাব নেই, এবার আমি নতুন একটা দামি গাড়ি কিনব।’
advertisement

আর্থিক কেলেঙ্কারি নিয়ে যখন তাঁকে নিয়ে তোলপাড় গোটা শহরে, তখন লিদিয়ানে শ্যাম্পেনের গ্লাস হাতে ছবি পোস্ট করলেন। ২৫ বছরের লিদিয়ানে মেয়র হওয়ার সুযোগ পান ২০১২ সালে৷ তাঁর স্বামী বেটো রোচাও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সেইসময়ে ভোটে দাঁড়াতে পারেননি। আর্থিক কেলেঙ্কারির অভিযোগের সত্যতা সামনে আসতেই পুলিশ নড়েচড়ে বসে। মেয়রকে গ্রেফতার করার সমন জারি করার আগেই পালিয়ে যান মেয়র লিদিয়ানে৷।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সাও লুইসের বাড়ি থেকে বেপাত্তা এই সুন্দরী মেয়র। এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশাসনিক কাজ সারেন সুন্দরী। মেয়রের আইনজীবী এখন বলছেন, ‘শহরের প্রধান হয়ে কাজ করার বিষয়ে এখনও তার মক্কেল বেশ ছোট। তাই ভুল করে ফেলেছেন। তা ছাড়া ওর আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল, ওর স্বামীর কিছু কেলেঙ্কারির দায়ও ওর ওপর চাপানো হচ্ছে।’

advertisement

বাংলা খবর/ খবর/আই ক্যাচার/
টাকা লোপাট করে ফেরার ২৫ বছরের সুন্দরী মেয়র !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল