#ফ্রাঙ্কফুর্ট: সাংবাদিক সম্মেলন করতে করতেই অসুস্থ হয়ে পড়ে গেলেন বিএমডব্লিউ-এর সিইও হেরাল্ড ক্রুগার। মে মাসে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে বিএমডব্লিউ-এ যোগ দেন ক্রুগার। মঙ্গলবার ফ্র্যাঙ্কফুর্ট অটো শো-তে ছিল তাঁর প্রথম সাংবাদিক বৈঠক, যেখানে বিএমডব্লিউ-এর নতুন মডেলের বিভিন্ন গাড়ির ফিচারগুলি সাংবাদিকদের সামনে ব্যাখা করছিলেন তিনি৷ হঠাৎই ছন্দপতন। বলতে বলতেই কথা জড়িয়ে আসে, পা টলতে থাকে। শেষ পর্যন্ত মাটিতে পড়ে যান ক্রুগার। সঙ্গে সঙ্গেই দু'জন রক্ষী তাঁকে তুলে মঞ্চের পিছনে নিয়ে যান। বাতিল করা হয় সাংবাদিক সম্মেলন। পরে সংস্থার তরফে প্রেস বিবৃতিতে জাননো হয়, সুস্থ হয়ে উঠছেন ক্রুগার। ঠিক কী ঘটেছিল এদিন৷ দেখুন সেই ভিডিও৷