TRENDING:

IMPS, NEFT এবং RTGS-এর মতো অনলাইন পেমেন্ট সার্ভিসের পার্থক্য কী, জানেন?

Last Updated:

Online Payments: গ্রাহকরা ব্যাঙ্ক না গিয়েও বাড়িতে বসে মুহূর্তের মধ্যে যে কোনও সময়ে দেশের যে কোনও প্রান্তে টাকা পাঠাতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কয়েক বছর আগে পর্যন্ত এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে অনেক সমস্যার মুখোমুখি হতে হত এবং সমস্ত প্রক্রিয়াটি ছিল অনেক সময় সাপেক্ষ। বর্তমানে উন্নত প্রযুক্তির দয়ায় পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছে। লেনদেনের জন্য এখন একাধিক বিকল্পের সুবিধা রয়েছে যার সাহায্যে মুহূর্তের মধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। অনলাইন লেনদেনের একাধিক বিকল্প থাকায় গ্রাহকরা ব্যাঙ্ক না গিয়েও বাড়িতে বসে শুধুমাত্র মুহূর্তের মধ্যে যে কোনও সময়ে দেশের যে কোনও প্রান্তে টাকা পাঠাতে পারে।
advertisement

অনলাইনে টাকা লেনদেনের বিকল্পগুলি কী কী?

  • ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS)
  • ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT)
  • রিয়াল-টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS)

ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS)

আইএমপিএস পরিষেবার মাধ্যমে মুহূর্তের মধ্যে অর্থের লেনদেন সম্পূর্ণ হয়ে যায়। এই পেমেন্ট সার্ভিস ব্যবহার করে ২৪x৭ অর্থাৎ যে কোনও সময় লেনদেন করা যায়। ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যেম ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস ব্যবহার করা যায়। ভারতের একাধিক ডিজিটাল ব্যাঙ্কগুলি গ্রাহকদের লেনদেনের জন্য IMPS পরিষেবার ব্যবহার করে। ব্যাঙ্কের ওপর ভিত্তি করে আইএমপিএস লেনদেন চার্জ পরিবর্তন হতে পারে।

advertisement

আরও পড়ুন- হারিয়ে গিয়েছে Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ? শীঘ্রই করে নিন এই কাজ

ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT)

এনইএফটি পেমেন্ট সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র একই স্কিমের অধীনে একটি ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে অন্য ব্যাঙ্কের ব্রাঞ্চে টাকা লেনদেন করা যায়। ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফারের ক্ষেত্রে লেনদেন প্রক্রিয়া সম্পূর্ণ হতে আইএমপিএস-এর তুলনায় বেশি সময় লাগে।

advertisement

আরও পড়ুনসরকারের এই যোজনা থেকে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা !

রিয়াল-টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS)

লেনদেনের অন্যতম একটি ভালো বিকল্প হল আরটিজিএস যা রিয়াল-টাইমে অর্থপ্রদান প্রক্রিয়া সম্পূর্ণ করে। সাধারণত মোটা অঙ্কের অর্থরাশির লেনদেনের জন্য রিয়াল-টাইম গ্রস সেটেলমেন্ট প্রক্রিয়া ব্যবহার করা হয়। এই ক্ষেত্রেও সঙ্গে সঙ্গেই অর্থ প্রাপকের অ্যাকাউন্টে পৌঁছে যায়। এছাড়া, আরটিজিএস পেমেন্ট সার্ভিস শুধুমাত্র ব্যাঙ্কিং আওয়ারেই ব্যবহার করা যায়।

advertisement

IMPS, NEFT এবং RTGS-এর পার্থক্য

সেরা ভিডিও

আরও দেখুন
সাপের ভয়ঙ্কর যম 'এটি'! ধীরে ধীরে কমছে সংখ্যা, বিলুপ্ত হলে বাড়বে মৃত্যু,কী বলছেন আধিকারিক
আরও দেখুন

বিভাগ NEFT RTGS IMPS
ন্যূনতম লেনদেন ১ টাকা ২ লক্ষ টাকা ১ টাকা
সর্বোচ্চ লেনদেন গ্রাহকের সেগমেন্টের ওপর নির্ভরশীল কোনও সর্বোচ্চ সীমা নেই ২ লক্ষ টাকা
সেটেলমেন্টের ধরণ ব্যাচ ওয়ান-অন-ওয়ান সেটেলমেন্ট ওয়ান-অন-ওয়ান সেটেলমেন্ট
পরিষেবার সময়সীমা ২৪/৭ (যে কোনও সময়) ব্যাঙ্কের ওপর নির্ভর করে ২৪/৭ (যে কোনও সময়)
অনলাইন/অফলাইন উভয় উভয় অনলাইন

advertisement

বাংলা খবর/ খবর/Explained/
IMPS, NEFT এবং RTGS-এর মতো অনলাইন পেমেন্ট সার্ভিসের পার্থক্য কী, জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল