TRENDING:

EXPLAINED: কোন পর্যায়ে আছে কোভিড ১৯? আর কতদিন থাকতে পারে? জানুন বিশদে

Last Updated:

Endemic, Pandemic, Epidemic- এই তিন মহামারীর মধ্যে পার্থক্য কী? (EXPLAINED) (Coronavirus)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনাভাইরাস (Coronavirus) গত দেড় বছরে গোটা পৃথিবীটাকেই বলা যেতে পারে নতুন করে চিনিয়েছে। নতুন প্রযুক্তির সঙ্গে প্রতি মুহূর্তে ওয়াকিবহাল হচ্ছি আমরা। পরিধান থেকে পরিচালন কত নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয় আমাদের। তেমনই সংক্রমণের যে এত প্রতিশব্দ এবং তার কোনটার প্রয়োগ কোথায় কেমন সেই বিষয় আমরা জেনেছি। স্থানীয় (Endemic), পৃথিবীব্যাপী অতিমারী (Pandemic) এবং মহামারী (Epidemic)- পরিচিত হয়েছি এই তিন পরিভাষার সঙ্গেও নতুন করে।
কোন পর্যায়ে আছে কোভিড ১৯? আর কতদিন থাকতে পারে? জানুন বিশদে
কোন পর্যায়ে আছে কোভিড ১৯? আর কতদিন থাকতে পারে? জানুন বিশদে
advertisement

Endemic, Pandemic, Epidemic- এই তিন মহামারীর মধ্যে পার্থক্য কী?

চিকিৎসা এবং জনস্বাস্থ্যে ব্যবহৃত কয়েকটি শব্দ, আক্ষরিক অর্থে যার বিস্তৃতি বিরাট। 'এন্ডেমিক' হল একটি বিশেষণ মাত্র যা নির্দিষ্ট এলাকা ও স্থানীয় কিছুকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। যেমন ক্যাকটাস একটি Endemic। এটি মরুভূমিতে দেখতে পাওয়া যায় বা মশার উপদ্রব যেমন শুধুমাত্র ভারতীয় শহরগুলোতে রয়েছে। সুতরাং, কোভিড ১৯ Endemic হতে পারে না, তবে রোগটি একটি নির্দিষ্ট অঞ্চল বা অঞ্চলে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করতে পারে।

advertisement

.

Endemic এবং Pandemic প্রাথমিকভাবে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। Epidemic-এর ক্ষেত্রে কোনও রোগ দ্রুত এবং অনিয়ন্ত্রিতভাবে ছড়ায়, যদিও এর উপস্থিতি একটি নির্ধারিত এলাকায় সীমাবদ্ধ। উদাহরণস্বরূপ, ভারতে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদির ঘটনা সাধারণ, যেমন স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যবিধি না থাকার কারণে জলবাহিত রোগ। এই ধরনের রোগগুলি ভারতে স্থানীয় বলে মনে করা হয়। এখানে, আরেকটি শব্দ লক্ষ্য করা যায় 'প্রাদুর্ভাব'। হঠাৎ দিল্লিতে ডেঙ্গু বৃদ্ধি পেতে থাকে তাহলে এ ধরনের বিষয়কে প্রাদুর্ভাব বলা যেতে পারে।

advertisement

আরও পড়ুন: একে ডেল্টায় রক্ষা নেই, আরও ভয়াবহ করোনাভাইরাস ভ্যারিয়ান্টের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা!

Pandemic হল অতিমারী। যাকে বলা হয় পৃথিবীব্যাপী বিস্তৃত। Epidemic হল মহামারী, যার মাধ্যমে দেশ জুড়ে ছড়িয়ে পড়ার উদ্বেগ রয়েছে। একটি মহামারী তখনই Pandemic হয়ে উঠতে পারে যখন এটি হ্রাস পায় কিন্তু সম্পূর্ণরূপে চলেও যায় না, তখন এটি একটি Endemic রোগের চরিত্র ধরে নিতে পারে।

advertisement

কোনও রোগ যখন কোনও জায়গায় স্থানীয় ভাবে হয়, তখন কী হয়?

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন সম্প্রতি বলেছিলেন যে ভারতে কোভিড একটি পর্যায়ে প্রবেশ করতে পারে, যেখানে নিম্ন স্তরের সংক্রমণ বা মাঝারি স্তরের সংক্রমণ হবে। আমরা এখন সংক্রমণে সূচকীয় বৃদ্ধি এবং শিখর দেখছি না, যা আমরা কয়েক মাস আগে দেখেছি। স্বামীনাথন বলেছিলেন যে ভারতের আকার এবং জনসংখ্যার বৈচিত্র্য এবং দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পকেটে অনাক্রম্যতার অবস্থা উপর নির্ভর করে সংক্রমণ বিভিন্ন স্তরে থাকবে।

advertisement

বিশেষজ্ঞরা বলছেন যে একটি রোগ Endemic পর্যায়ে অর্থাৎ স্থানীয় পর্যায়ে প্রবেশ করেছে বলা হয় যখন জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ এটি থেকে প্রতিরোধী হয়ে ওঠে, হয় সংক্রমিত হয়ে অথবা টিকার মাধ্যমে অর্থাৎ অনেকটা আয়ত্তে আনা গিয়েছে বলে তখন ধরা যায়।

.

কোভিড ১৯-এর ভবিষ্যৎ সম্পর্কে সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করা কঠিন, কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে ভাইরাস শীঘ্রই চলে যাবে এটাও বিশ্বাস করার মতো সময় এখনও আসেনি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-র সর্বশেষ সমীক্ষা থেকে জানা যায় যে, প্রতি তিনজন ভারতীয়ের মধ্যে দু'জনেরই করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকতে পারে। তার মানে, তারা হয় রোগ থেকে সুস্থ হয়ে উঠেছে, অথবা টিকা দেওয়া হয়েছে।

যদিও টিকা দেওয়ার ক্ষেত্রে ভারতের অগ্রগতি ধীর। কেন্দ্র এখন ঘোষণা করেছে যে ৫০ শতাংশ যোগ্য ব্যক্তি কোভিড ১৯ ভাইরাসের একটি ডোজ পেয়েছেন। যাদের পুরোপুরি টিকা দেওয়া হয়েছে তাদের অনুপাত ১০ শতাংশের কাছাকাছি।

নভেল করোনাভাইরাস কি Endemic হতে পারে?

একটি রোগ স্থানীয়ভাবে তখনই দেখা যায়, যখন তার প্রেক্ষাপট ও তার বিস্তার অনুমানযোগ্য হয়ে ওঠে, যেমন বিশেষজ্ঞরা বলতে পারেন যে ম্যালেরিয়া, বা ডেঙ্গু গড়ে কতগুলি ক্ষেত্রে ভারতে বছরের একটি নির্দিষ্ট সময়ে দেখতে পাওয়া যায়। অথবা এই ধরনের রোগ থেকে মৃত্যুর হার কেমন হতে পারে। যার ফলে থেরাপি এবং কেয়ার প্রোটোকলগুলিও সুপ্রতিষ্ঠিত হয়ে যায় এবং বেশিরভাগ রোগীদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। এখনও প্রাদুর্ভাব হতে পারে, কিন্তু এমন কিছু নেই যা স্বাস্থ্যব্যবস্থাকে ছাপিয়ে যাবে বা চিকিৎসা পাওয়া যাবে না। বিশেষজ্ঞদের মতে, "আমরা যুক্তিসঙ্গতভাবে ভাইরাস নির্মূল বা নির্মূল করার আশা করতে পারি না, কিন্তু একবার এটি মহামারী হয়ে গেলে আমরা এর সঙ্গে বাঁচতে শিখতে পারি"।

আরও পড়ুন: করোনার ডেল্টা ভ্যারিয়ান্টে সংক্রমিত? উপসর্গ এবং সুরক্ষা সম্পর্কে জেনে নিন

হার্ভার্ডের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ইয়োনাতান গ্র্যাড বলেন, "মানুষের জনসংখ্যার মধ্যে প্রবেশ করা কয়েকটি শ্বাসযন্ত্রের ভাইরাস, বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এবং Endemic-এ রূপান্তরিত হয়, সাধারণত শীতকালীন সময়ে এগুলো ঘটে।"

আমরা কখন জানব যে কোভিড ১৯ Endemic বা স্থানীয় পর্যায়ে আছে?

বিশেষজ্ঞরা বলছেন যে করোনাভাইরাসের একটি একক টাইমলাইন না-ও হতে পারে। এটিকে মোকাবিলা করার পদ্ধতির একটি বৈচিত্র্য রয়েছে, তা বিবেচনা করে এন্ডেমিসিটি অর্জন করবে রোগটি। যদিও কিছু দেশ শূন্য সহনশীলতার মনোভাব গ্রহণ করেছে, অন্যরা জোরালো ভ্যাকসিনেশন অভিযান চালিয়ে যাওয়ার পরেও স্বাভাবিকতার একটি চিহ্ন বজায় রাখার চেষ্টা করেছে। তার পরেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞের মতে, ভারতে কোভিডের সংক্রমণ সব চেয়ে বেশি দেখা দিতে পারে, বিশেষত যেখানে বেশি সংবেদনশীল জনসংখ্যা রয়েছে, তাই সেই গোষ্ঠীগুলি যারা সম্ভবত প্রথম এবং দ্বিতীয় তরঙ্গ দ্বারা কম প্রভাবিত হয়েছিল বা যে সব অঞ্চলে ভ্যাকসিন কভারেজ কম, সেখানে আশঙ্কা বেশি।

.

এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল করোনাভাইরাসের নতুন রূপ, যা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ভ্যাকসিন দ্বারা তৈরি অ্যান্টিবডিগুলি এড়াতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে কোভিড ১৯-এর ক্ষেত্রে মহামারীটি কতক্ষণ চলতে পারে তা নির্ধারণ করতে পারা কঠিন। অবশ্য, টিকা দেওয়া ব্যক্তিদের ভাইরাসে সংক্রামিত হতে দেখা গিয়েছে, তারা গুরুতর সংক্রমণের শিকার হয়নি, ফলে বিশেষজ্ঞরা বলছেন যে দ্রুত ভ্যাকসিন প্রদান একটি দেশের জনসংখ্যার বৃহৎ অংশকে রক্ষা করতে পারে এবং নতুন রূপের বৃদ্ধি রোধ করতে পারে।

এমন কোনও এলাকা কি আছে যেখানে কোভিড ১৯ ইতিমধ্যেই স্থানীয় রূপ নিয়েছে?

সিঙ্গাপুর শহরটি 'নির্মূল' পদ্ধতির থেকে 'এর সঙ্গে বাঁচতে শেখার' দিকে চলে গিয়েছে। জুন মাসেই তারা ঘোষণা করেছিল যে সাবধানে সব কিছু খোলা হবে, মানুষ যাতায়াত করতে পারবে সর্বত্র, তবে সাবধানতা অবলম্বন করে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ পল তাম্বিয়া রয়টার্সকে বলেন, "পৃথিবীর কোথাও কোনও রোগে মৃত্যু না হওয়ার একমাত্র উপায় হল এই রোগটিকে সম্পূর্ণভাবে নির্মূল করা এবং এটি শুধুমাত্র গুটিবসন্তের জন্যই করা হয়েছে।" সুতরাং এক্ষেত্রে একটি বিষয় বলতেই হয় যে এই মহামারীকে সঙ্গে নিয়েই হয় তো কাটবে আমাদের আগামীদিন। তাই সচেতনতা আর সঠিক ভ্যাকসিন গ্রহণই এখন দেশগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে।

আরও পড়ুন: কোভিডে আক্রান্ত হতে পারে শিশুরা, ভয় নয়- সাবধানে থাকুন!

বাংলা খবর/ খবর/Explained/
EXPLAINED: কোন পর্যায়ে আছে কোভিড ১৯? আর কতদিন থাকতে পারে? জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল