তবে একাধিক বার নানা কারণে এই মেগা নিয়ে কটাক্ষ, সমালোচনাতেও মেতেছেন দর্শক। এক বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, ধারাবাহিকের প্রধান চরিত্র গৌরী একটি ছবিতে ফুল মালা পরিয়ে ধূপ দেখাচ্ছে। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সেই ছবিটি দেখা মাত্রই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ছবিটি হল লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার। সেই ছবিতেই ফুলের মালা পরিয়ে ধূপ দেখাচ্ছে গৌরী। যদিও উদ্দেশ্যপূর্ণ ভাবেই এই ঘটনাটি ধারাবাহিকের গল্পে ছিল, কিন্তু কেবল সেই অংশটুকুর ভিডিওই ভাইরাল হয়।
advertisement
আরও পড়ুন: এক লাফে অনেকটা নীচে 'মিঠাই'! এই সপ্তাহে তাদের আসন কেড়ে নিল কে? বড় চমক TRP-তে!
তবে জনপ্রিয়তা, চর্চা, সমালোচনা সবের মাঝেই এই সপ্তাহেও 'গৌরী এল' টিআরপি তালিকায় সেরা দশে রয়েছে। ৭.৬ নম্বর নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। তার আগের সপ্তাহে অবশ্য দ্বিতীয় স্থানে রাজত্ব করছিল।
আরও পড়ুন: শৈলজা-সনাতনের ফন্দিতেই কি ঈশানের থেকে দূরে চলে যাবে গৌরী? নয়া মোড় মেগাতে!
ডান্স বাংলা ডান্স থেকে সোজা ছোটপর্দার নায়িকা হয়েছেন সকলের প্রিয় গৌরী ওরফে মোহনা মাইতি। বয়স মাত্র ১৫ বছর। তার জায়গায় আসতে চলেছেন অভিনেত্রী জ্যাসমিন রথ। ওড়িয়া ভাষায় নতুন করে তৈরি হচ্ছে এই ধারাবাহিক। নাম বদলে রাখা হয়েছে, 'মা জাহারা সাহা'। আগামী ১৮ জুলাই থেকে জি-এর ওড়িয়া চ্যানেল জি সার্থক-এ এই ধারাবাহিক সম্প্রচারিত হবে। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রোমোও।