TRENDING:

তিন মেগার সঙ্গে গল্পে মিল পেলেন দর্শকরা, শুরু থেকেই সমালোচনার মুখে 'জগদ্ধাত্রী'

Last Updated:

কারও কারও বক্তব্য, মেগার গল্প খুব ধীর গতিতে এগোচ্ছে। প্লট টানটান নয় এখনও। কেউ আবার সেই অভিযোগের প্রতিবাদও জানিয়েছেন, তাঁদের মতে, প্রথম থেকেই টানটান হবে কী ভাবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জি বাংলায় নতুন ধারাবাহিক 'জগদ্ধাত্রী'র প্রোমো মু্ক্তি পেতেই হইহই শুরু হয়েছিল দর্শকদের মধ্যে। কিন্তু সম্প্রচার শুরু হওয়ার পর বিভিন্ন সমালোচনার মুখে পড়ল নতুন এই মেগা। দর্শকদের একাংশের দাবি, এই ধারাবাহিক দেখে অন্য তিনটি ধারাবাহিকের কথা মনে পড়ছে। মিল রয়েছে সেই সবের সঙ্গে।
advertisement

ব্লুজ প্রোডাকশনসের এই মেগায় নায়িকার দ্বৈত চরিত্র নিয়ে শুরু থেকেই এক প্রকার উত্তেজনা তৈরি হয়েছে। পাওয়ার প্যাক অ্যাকশন! থ্রিলারের সমস্ত উপাদান রয়েছে এই মেগায়। ধাওয়া করা, গুলিগোলা ছোড়া, মারধর! নায়িকার চরিত্রে নবাগতা অঙ্কিতা মল্লিক। পর্দার 'জগদ্ধাত্রী' এক দিকে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার। অন্য দিকে বনেদি বাড়ির অনাথ মেয়ে আবার ঘরগেরস্থালী সামলাতেও পটু। মেগার নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায়ও স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার এবং নায়িকার ছোটবেলার বন্ধু। মনে মনে নায়িকাকে ভালবাসে সে। কিন্তু নায়ককে কেবলই বন্ধু হিসেবে দেখে নায়িকা। প্রেম, রোমাঞ্চ, নাটকীয়তা মিলিয়ে নতুন ধরনের ধারাবাহিক।

advertisement

আরও পড়ুন: এক হাতে নাড়ু, অন্য হাতে বন্দুক, দুই রূপে 'জগদ্ধাত্রী', নতুন মেগা নিয়ে উত্তেজনা!

তার পরেও সোশ্যাল মিডিয়ায় এত সমালোচনা কেন?

কারও কারও বক্তব্য, মেগার গল্প খুব ধীর গতিতে এগোচ্ছে। প্লট টানটান নয় এখনও। কেউ আবার সেই অভিযোগের প্রতিবাদও জানিয়েছেন, তাঁদের মতে, প্রথম থেকেই টানটান হবে কী ভাবে? কেউ আবার সরাসরি প্লট চুরির অভিযোগ এনেছেন। একাংশের দাবি, 'সর্বজয়া', 'খেলাঘর', 'খুকুমণি হোম ডেলিভারি'র সঙ্গে গল্পে অল্পবিস্তর মিল রয়েছে এই মেগার।

advertisement

আরও পড়ুন: শেষ হইয়াও হইল না শেষ, 'মন ফাগুন', 'উমা'য় এখনও মন পড়ে দর্শকের, TRP তালিকায় চমক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে কয়েক সপ্তাহ না গেলে বোঝা যাবে না, এই মেগা ধারাবাহিকের লড়াইয়ে কোন স্থান দখল করে। টিআরপি প্রতিযোগিতায় এই মেগার পারফর্ম্যান্স দেখলেই স্পষ্ট হয়ে যাবে মানুষের এই মেগা মন মজেছে কিনা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
তিন মেগার সঙ্গে গল্পে মিল পেলেন দর্শকরা, শুরু থেকেই সমালোচনার মুখে 'জগদ্ধাত্রী'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল