Jagaddhatri: এক হাতে নাড়ু, অন্য হাতে বন্দুক, দুই রূপে 'জগদ্ধাত্রী', নতুন মেগা নিয়ে উত্তেজনা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
বাংলা ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। আসছে জি বাংলায়। নায়িকার চরিত্রে নবাগতা অঙ্কিতা মল্লিক। পর্দার জগদ্ধাত্রী স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার।
#কলকাতা: পাওয়ার প্যাক অ্যাকশন! থ্রিলারেের সমস্ত উপাদান রয়েছে। ধাওয়া করা, গুলিগোলা ছোড়া, মারধর! কী নেই? আছে 'থালাইভা' রজনীকান্তের মতো সংলাপের জোরও। না, বড়পর্দা নয়, বাংলা ধারাবাহিকে এ বার দেখা যাবে এই সব কিছু। শুধু তা-ই নয়, কেবল পুরুষের হাতে তুলে দেওয়া হয়নি বন্দুক, উঠেছে নারীর হাতেও। জগদ্ধাত্রীর হাতে বন্দুক। পায়ে স্নিকার্স, পরনে শাড়ি, আঁচল বেঁধে নেওয়া কোমড়ে, চুল বাঁধা আঁটোসাঁটো করে। আর ঠোঁটে, ''জগদ্ধাত্রী পা রাখে যেখানে,পাপ মুছে যায় সেখানে।''
বাংলা ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। আসছে জি বাংলায়। নায়িকার চরিত্রে নবাগতা অঙ্কিতা মল্লিক। পর্দার জগদ্ধাত্রী স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার।
advertisement
প্রোমোর শুরুতে যার পরিচয় হয়েছে একেবারে অন্য রূপে। বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজোয় অনাথ মেয়ে জগদ্ধাত্রী প্রথম বার নাড়ু বানানোর দায়িত্ব নিয়েছে হাতে। বাড়ির বড়দের কথায় জানা যায়, জগদ্ধাত্রী নাকি খুবই ভীতু। সব কাজে তার ভয়। কিন্তু তার পরেই দেখা যায়, পুজোর জন্য তাকে গঙ্গাজল আনতে বলা হয়। আর তখনই নায়িকার ফোনে মেসেজ আসে, 'গঙ্গাজল'।
advertisement
তার পরেই 'ভীতু জগদ্ধাত্রী' উধাও। উদয় হয় সাহসী জগদ্ধাত্রীর। ছুটে গিয়ে নৌকায় উঠে দুষ্কৃতিদের সঙ্গে মারপিট করে।
এ দিকে মেগার নায়কও স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার এবং নায়িকার ছোটবেলার বন্ধু। মনে মনে নায়িকাকে ভালবাসে সে। কিন্তু নায়ককে কেবলই বন্ধু হিসেবে দেখে নায়িকা।
নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায়কে এর আগে দেখা গিয়েছে কালার্স বাংলার ত্রিশূল ধারাবাহিকে।
advertisement
প্রেম, রোমাঞ্চ, নাটকীয়তা মিলিয়ে নতুন ধরনের ধারাবাহিক আনছে জি বাংলা। অপেক্ষা কেবল সম্প্রচারের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2022 10:24 AM IST