Godhuli Alap: এখন থেকে 'গোধূলি আলাপ' হবে রাতে, নবাব-নন্দিনীর আগমনে সিরিয়ালের সময়ে রদবদল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
অসমবয়সি প্রেম নিয়ে মাতামাতি রয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু টিআরপি-র পরিসংখ্যানে টিকি পাওয়া যায় না সেই ধারাবাহিকের। কৌশিক সেনের মতো তাবড় অভিনেতাও ধারাবাহিককে বাঁচাতে পারলেন না শেষে?
#কলকাতা: শহরের বাবু বিয়ে করে আনেন গ্রামের মেয়েকে। অত সহজে তো সে বিয়ে মেনে নেয় না কেউই। তার উপরে বয়সে যখন বিশাল ফারাক! তেমন ভাবেই 'গোধূলি আলাপ'-এও নোলক আর অরিন্দমের বিয়ে নিয়ে সকলের নাক সিঁটকানো। রায়বাড়ির অনেক সদস্যই সহ্য করতে পারে না বহুরূপী নোলককে। তারা বারবার আলাদা হয়, আবারও তাদের রাস্তা এক হয়ে যায় প্রেমের জোয়ারে।
এই অসমবয়সি প্রেম নিয়ে মাতামাতি রয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু টিআরপি-র পরিসংখ্যানে টিকি পাওয়া যায় না সেই ধারাবাহিকের। কৌশিক সেনের মতো তাবড় অভিনেতাও ধারাবাহিককে বাঁচাতে পারলেন না শেষে?
advertisement
নতুন ধারাবাহিক পা রাখতেই প্রাইম টাইম থেকে সরিয়ে নেওয়া হল এই মেগাকে। ৬টায় যে ধারাবাহিক দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শক, সেই ধারাবাহিক দেখতে রাত সাড়ে ১০টার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁদের।
advertisement
৬টা থেকে সোজা সাড়ে ১০টা। এক লাফে সাড়ে চার ঘণ্টার ফারাক!
স্টার জলসার নতুন ধারাবাহিক 'নবাব নন্দিনী'। ফুটবলার এবং হার না মানা মেয়ের প্রেমের গল্প নিয়ে আসছেন রিজওয়ান রব্বানি শেখ এবং ইন্দ্রানী পাল। আগামী ৮ অগাস্ট থেকে মেগার সম্প্রচার শুরু।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2022 11:40 PM IST