শেষ হইয়াও হইল না শেষ, 'মন ফাগুন', 'উমা'য় এখনও মন পড়ে দর্শকের, TRP তালিকায় চমক

Last Updated:

দ্বিতীয় স্থানেও জি বাংলারই আর একটা ধারাবাহিক, 'গৌরী এল'। এই সপ্তাহে টিআরপি তালিকায় জি বাংলার জয় জয়কার। একইসঙ্গে সেরা দশে রয়েছে এই চ্যানেলেরই দু'টি রিয়্যালিটি শো।

#কলকাতা: মন খারাপের সপ্তাহ। এক এক করে বাংলা ধারাবাহিক থেকে নাম সরিয়ে নিল কয়েকটি ধারাবাহিক। 'উমা', 'মন ফাগুন', 'খড়কুটো', 'আয় তবে সহচরী'। কিন্তু তার পরেও সপ্তাহের শেষে টিআরপি TRP তালিকা দেখলে বোঝা যাবে, মানুষ কিন্তু তাদের ভোলেননি। সেরা দশে জ্বলজ্বল করছে 'উমা', 'মন ফাগুন'-এর মতো ধারাবাহিকগুলি। যথাক্রমে সপ্তম এবং অষ্টম স্থান দখল করে রয়েছে এরা।
তবে ওমি আগরওয়ালকে খুন, সিদ্ধার্থের জামিন, তার পরে মোদক পরিবারের আনন্দ উৎসব থেকে এখনও মন সরাতে পারেননি বাংলার দর্শক। তাই আবারও সেরার স্থানে বসানো হয়েছে 'মিঠাই'কে।
advertisement
দ্বিতীয় স্থানেও জি বাংলারই আর একটা ধারাবাহিক, 'গৌরী এল'। এই সপ্তাহে টিআরপি তালিকায় জি বাংলার জয় জয়কার। একইসঙ্গে সেরা দশে রয়েছে এই চ্যানেলেরই দু'টি রিয়্যালিটি শো। 'সারেগামাপা' এবং 'দিদি নম্বর ওয়ান'।
advertisement
রইল বাকি তালিকা---
প্রথম স্থানমিঠাই
দ্বিতীয় স্থানগৌরী এল
তৃতীয় স্থানআলতা ফড়িং
চতুর্থ স্থানগাঁটছড়া
পঞ্চম স্থানলক্ষ্মী কাকিমা সুপারস্টার
ষষ্ঠ স্থানধুলোকণা
সপ্তম স্থানউমা
অষ্টম স্থানমন ফাগুন, অনুরাগের ছোঁয়া
নবম স্থানসারেগামাপা
দশম স্থানদিদি নম্বর ওয়ান
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শেষ হইয়াও হইল না শেষ, 'মন ফাগুন', 'উমা'য় এখনও মন পড়ে দর্শকের, TRP তালিকায় চমক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement