যশ রাজ ফ্লিম ২ নভেম্বর শাহরুখ খান-অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবার রিলিজ করবে৷ নিজের সোশ্য়াল মিডিয়াতে পোস্ট করেছে প্রোডাকশন কোম্পানী। সিনেমার ইতিহাসে দীর্ঘতম চলমান চলচ্চিত্র৷ এটি YRF বানিয়েছে, তাই তাঁরা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে পুনরায় মুক্তি দেবে।
আরও পড়ুন: চোখের ইশারায় কুপোকাত করেছিলেন প্রিয়া! এই দৌড়ে পিছিয়ে নেই বলিসুন্দরীরাও
আরও পড়ুন: মালতির প্রথম ভারত সফর! দীর্ঘ ৩ বছর বাদে দেশে ফিরছেন প্রিয়াঙ্কা
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ২০ অক্টোবর, ১৯৯৫-এ মুক্তি পেয়েছিল। লকডাউনের সময় ছাড়া ২৭ বছর ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দিরে সিনেমাটি ধারাবাহিকভাবে চলছে। সূত্র আরও বলেছে, "মারাঠা মন্দিরের পাশাপাশি, ২ নভেম্বর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সারা দেশে বেশ কয়েকটি পিভিআরে প্রদর্শিত হবে৷ বেশিরভাগ শোয়ের টিকিট ১০০ টাকায় পাওয়া যাবে৷ ইতিমধ্যেই অনলাইনে বুকিং শুরু হয়েছে৷ বর্তমানে মুম্বাই, দিল্লি, কলকাতা, কানপুর, আহমেদাবাদ, লক্ষ্ণৌ, পুনে এবং সুরাট নামে ৮টি শহরে পিভিআর থিয়েটার বুকিং শুরু করেছে৷ সামনের দিনগুলিতে আরও শহর যুক্ত হবে এই তালিকায়৷ এছাড়াও এই ৮ শহরে শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।"
এক কথায় বলা যায় শাহরুখের ভক্তরা একসঙ্গে পাঠান এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখবে রুপোলি পর্দায়।