বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ কমেন্ট করেছেন, “তোমারর জন্য প্রার্থনা করছি।” অভিনেত্রী তান্নাজ ইরানি লিখেছেন, “তাড়াতাড়ি সেরে ওঠো প্রিয়।” ডিজে সুকেতু লিখেছেন, “লিলি, তোমার জন্য প্রার্থনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।”
আরও পড়ুন- গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি রিভিউ: "গাঙ্গুবাই চাঁদ থি অউর চাঁদ রহেগি!" সেলাম আলিয়া ভাট
কয়েক মাস আগেই, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) নিউইয়র্কে তাঁর ‘সোনা’ নামের রেস্তোরাঁয় লিলিকে স্বাগত জানান। লিলি প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধু। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রিয় খাবারের এক ঝলকও শেয়ার করেছিলেন লিলি (Youtuber Lilly Singh)।
গত বছর দীপাবলিতে লিলি (Youtuber Lilly Singh) এবং প্রিয়াঙ্কাকে একসঙ্গে আনন্দ করতে দেখা গিয়েছে। তাঁদের পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। গায়ক জন লেজেন্ড এবং অভিনেত্রী মিন্ডি কালিংও ওই আড্ডার অংশ ছিলেন। লিলি ইনস্টাগ্রামে একটি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, “গত রাতটা যেন সিনেমা ছিল। দেশি স্কোয়াডের সঙ্গে আনন্দ এবং আড্ডা। এই ধরনের মানুষদের সঙ্গে সময় কাটালে, তাঁদের সঙ্গে কথা বললে, ঘুরতে গেলে এবং তারপর আলাপ করলে দিন ভালো হয়ে যায়।”
আরও পড়ুন- ২৯ দিন কোমা! স্মৃতি বিভ্রাট, একটি দুর্ঘটনাই জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে
এপ্রিলেই একটি বই প্রকাশ হওয়ার কথা লিলি সিংয়ের, বইয়ের নাম “বি এ ট্রায়াঙ্গেল: হাউ আই ওয়েন্ট ফ্রম বিয়িং লস্ট টু গেটিং মাই লাইফ ইনটু শেপ” (Be a Triangle: How I Went from Being Lost to Getting My Life into Shape)। লিলি বলেন, “এই বইটি আমার ব্যক্তিগত জীবনের অতলের গল্প। আমার ব্যক্তিগত সফরের গল্প, জীবন থেকে আমি কী চাই এবং কী পাই তার কথা। আমি মনে করি প্রত্যেকেই নিজেদের জীবনের সঙ্গে এই গল্পটা মেলাতে পারবে এবং উপকৃতও হবে।”