সেখানেই এই ঘটনাটি ঘটে। এর পর তাঁকে ঢাকার রামপুরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রধান নির্বাচনী আধিকারিক মহম্মদ ইলিয়াস খবরটি নিশ্চিত করেছেন। হিরো আলম জানান, বিকেল ৩টে নাগাদ তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: জিতুর সঙ্গে বিচ্ছেদের মাঝেই বিরাট খুশির খবর, এবার বড়পর্দায় কাজ করতে চলেছেন নবনীতা? তুমুল জল্পনা
advertisement
সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট চলেছে। সারাদিনে কোনও বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলে। মোট আটজন প্রার্থী এই নির্বাচনে লড়াই করেছেন। নির্দল প্রার্থীদের মধ্যে রয়েছেন দু’জন, হিরো আলম এবং মহম্মদ তারিকুল ইসলাম।
আরও পড়ুন: কন্যাসন্তানে বিরাট আপত্তি! ছেলের মা হতে চান কাজল-কন্যা নাইসা, ফাঁস করলেন কারণ
হিরো আলমকে হেনস্থার নেপথ্যে কারা ছিলেন? কোন দলের লোকেরা মারধর করেছে হিরো আলমকে? এই প্রশ্নের উত্তরে মুখ খুলতে চাননি গুলশন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বিএম ফরমান আলি। জানা গিয়েছে, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চলছে। তার ভিত্তিতে শাস্তি পাবে দোষীরা।