Kajol-Nysa Devgn: কন্যাসন্তানে বিরাট আপত্তি! ছেলের মা হতে চান কাজল-কন্যা নাইসা, ফাঁস করলেন কারণ

Last Updated:
Kajol-Nysa Devgn: সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে কথা বলেছেন কাজল। অভিনেত্রী বলেন, "একদিন ওকে বলেছিলাম, আমি চাই তুমি তোমার মতোই একটা মেয়ে পাও।"
1/5
নাইসা দেবগণ। ঝুলিতে ছবির সংখ্যা শূন্য। কিন্তু তাঁকে নিয়ে চর্চা নেহাত কম নয়। সাজপোশাক থেকে রাজকীয় জীবনযাপন, অজয় দেবগণ এবং কাজলের কন্যা মাঝেমধ্যেই উঠে আসেন শিরোনামে।
নাইসা দেবগণ। ঝুলিতে ছবির সংখ্যা শূন্য। কিন্তু তাঁকে নিয়ে চর্চা নেহাত কম নয়। সাজপোশাক থেকে রাজকীয় জীবনযাপন, অজয় দেবগণ এবং কাজলের কন্যা মাঝেমধ্যেই উঠে আসেন শিরোনামে।
advertisement
2/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে কথা বলেছেন কাজল। অভিনেত্রী বলেন, "একদিন ওকে বলেছিলাম, আমি চাই তুমি তোমার মতোই একটা মেয়ে পাও।"
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে কথা বলেছেন কাজল। অভিনেত্রী বলেন, "একদিন ওকে বলেছিলাম, আমি চাই তুমি তোমার মতোই একটা মেয়ে পাও।"
advertisement
3/5
কাজলের এই কথার উত্তরে নাইসা বলেছিলেন, "না, আমি ছেলে চাই। মেয়ে আমি সামলাতে পারব না।"
কাজলের এই কথার উত্তরে নাইসা বলেছিলেন, "না, আমি ছেলে চাই। মেয়ে আমি সামলাতে পারব না।"
advertisement
4/5
দিন কয়েক আগেই আরও এক সাক্ষাৎকারে বলেছিলেন, পাপারাৎজির সামনে কী ভাবে আচকণ করতে হয়, সেটা তিনি নাইসাকে শিখিয়ে দেননি। অভিজ্ঞতার সঙ্গে নাইসা তা নিজেই শিখে গিয়েছেন।
দিন কয়েক আগেই আরও এক সাক্ষাৎকারে বলেছিলেন, পাপারাৎজির সামনে কী ভাবে আচকণ করতে হয়, সেটা তিনি নাইসাকে শিখিয়ে দেননি। অভিজ্ঞতার সঙ্গে নাইসা তা নিজেই শিখে গিয়েছেন।
advertisement
5/5
সম্প্রতি বেদান্ত মহাজনের সঙ্গে নাইসার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এই যুবকের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়ান অজয়-কাজলের কন্যা। পার্টিতেও সঙ্গী তিনিই। ২৫ বছর বয়সি এই যুবক একজন উদ্যোগপতি। দুই বন্ধুর সঙ্গে এমভিএম এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান চালান তিনি।
সম্প্রতি বেদান্ত মহাজনের সঙ্গে নাইসার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এই যুবকের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়ান অজয়-কাজলের কন্যা। পার্টিতেও সঙ্গী তিনিই। ২৫ বছর বয়সি এই যুবক একজন উদ্যোগপতি। দুই বন্ধুর সঙ্গে এমভিএম এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান চালান তিনি।
advertisement
advertisement
advertisement