Nabanita Das-Jeetu Kamal: জিতুর সঙ্গে বিচ্ছেদের মাঝেই বিরাট খুশির খবর, এবার বড়পর্দায় কাজ করতে চলেছেন নবনীতা? তুমুল জল্পনা

Last Updated:

Nabanita Das-Jeetu Kamal: জল্পনার শুরু প্রযোজক রানা সরকারের সঙ্গে নবনীতাকে দেখার পর থেকেই। মঙ্গলবার রাতে ফেসবুকে নবনীতার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রানা। এরপরেই একাধিক প্রশ্ন উঠছে।

ভালবেসে বিয়ে করেছিলেন। নিজের হাতে সাজিয়েছিলেন সংসার। সেই সংসার ছেড়েই বেরিয়ে আসতে হল। আলাদা হল ছাদ। সম্প্রতি স্বামী জিতু কমলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেত্রী নবনীতা দাস।
ভালবেসে বিয়ে করেছিলেন। নিজের হাতে সাজিয়েছিলেন সংসার। সেই সংসার ছেড়েই বেরিয়ে আসতে হল। আলাদা হল ছাদ। সম্প্রতি স্বামী জিতু কমলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেত্রী নবনীতা দাস।
কলকাতা:  এই মুহূর্তে শ্যুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন জিতু কমল এবং নবনীতা রয়েছেন কলকাতায়৷ নতুন সিরিয়াল বিয়ের ফুল-এ শ্যুটিং নিয়ে ব্যস্ত৷ তবে বিচ্ছেদের মাঝেই সামনে আসছে নতুন এক জল্পনা। সূত্রের খবর, এবার নাকি বড় পর্দায় দেখা যাবে নবনীতাকে। জল্পনার শুরু প্রযোজক রানা সরকারের সঙ্গে নবনীতাকে দেখার পর থেকেই। মঙ্গলবার রাতে ফেসবুকে নবনীতার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রানা। এরপরেই একাধিক প্রশ্ন উঠছে। ছোটপর্দার অনেকেই বড়পর্দায় কাজ করছেন ইদানীং। এরমধ্য়ে দেবচন্দ্রিমা, সৌমিতৃষা রয়েছেন।
এ বিষয়ে নিউজ ১৮ বাংলা যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। নবনীতা বলেন, রানাদা (সরকার) ডেকেছিলেন একটি পৌরাণিক গল্পের জন্য়। কিন্তু এখন আমি হয়তো করতে পারব না। কারণ আমার ধারাবাহিক চলছে। হয়তো আগামী বছরের শুরুতে এই কাজটি হবে। তখন চূড়ান্ত কথাবার্তা হবে।
advertisement
প্রসঙ্গত, জিতু- নবনীতার আইনি প্রক্রিয়া এগিয়ে গিয়েছে অনেকটাই। তবে এখনও ডিভোর্স শংসাপত্র আসেনি। তবে এখনও ডিভোর্স শংসাপত্র আসেনি। কেমন ভাবে সময় কাটছে নায়িকার, তা প্রতি মুহূর্তেই আপডেট দিচ্ছেন নায়িকা৷ অভিনেতা ও অভিনেত্রী দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় দিন-যাপনের ছবি শেয়ার করে চলেছেন৷
advertisement
পাঁচ বছরের পথচলায় আচমকাই ছন্দপতন। নিজের বিবাহবিচ্ছেদের পোস্টে সে কথা স্পষ্ট লিখেছেন নবনীতা। সম্প্রতি নবনীতা ফেসবুকে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন। জিতুর কাছে সে খবর ছিল না বলে তিনি সম্ভবত নিজেই চমকে উঠেছেন। তারপরেই নবনীতাকে উদ্দেশ্য করে আদুরে পোস্ট করে লিখেছেন, ‘তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো..আগামীতে তাই করব…।’
advertisement
এমন কী হল যে ডিভোর্সের পথে হাঁটতে হল তাঁদের? নবনীতা বললেন, ‘‘পারস্পরিক সিদ্ধান্তেই আলাদা হয়েছি আমরা। স্বামী-স্ত্রী ছাড়াও আমরা যে ইন্ডাস্ট্রির সহকর্মী, সামাজিক ভাবে পরিচিত। সেখান থেকে ওর প্রতি চিরকাল শ্রদ্ধা থাকবে আমার। কিন্তু তা ভালবাসার মানুষ হিসেবে আর সেই শ্রদ্ধাটা আমাদের মধ্যে নেই। সেই কারণেই বোধহয় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।’’
advertisement
আরও পড়ুন: আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?
সোশ্য়াল মি়ডিয়ায় নবনীতা লেখেন, “টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো Green tea আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…Towel শেয়ার হবেনা, Sun screen ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা… তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছ, Gas booking থেকে Mediclaim pay সবটাই শিখিয়ে দিয়েছ..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিল..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভাল নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক…ভাল থাকো Jeetu Kamal”।
advertisement
দিন কয়েক ধরেই সম্পর্কের অবনতি হয়েছিল। একে অপরের অপর থেকে আস্থা হারাছছিলেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একে অপরকে আনফলোও করেছিলেন। এ বারে সরাসরি বিয়ে ভাঙার ঘোষণা করছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই বিষয়টা মেনে নিতে সময় লাগছে ভক্তদেরও।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nabanita Das-Jeetu Kamal: জিতুর সঙ্গে বিচ্ছেদের মাঝেই বিরাট খুশির খবর, এবার বড়পর্দায় কাজ করতে চলেছেন নবনীতা? তুমুল জল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement